Thursday, April 12, 2012

১৮ এপ্রিল বিএনপি’র নেতৃত্বে নতুন জোটের ঘোষণা



বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট বিলুপ্ত করে ১৬ দলীয় জোট ঘোষণা হচ্ছে আগামী ১৮ এপ্রিল। নতুন জোটের নাম হবে সম্মিলিত গণতান্ত্রিক জোট

রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এই জোটের ঘোষণা দেবেন জোটনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিশ্বস্ত সুত্রে জানা গেছে, বিএনপির কার্যালয় থেকে জোট ঘোষণার ব্যাপারে শরীক দলগুলোকে জানানো হয়েছে
১৮ এপ্রিল এই ঘোষণা দেবেন জোট নেত্রী।

জানা গেছে, ওইদিন বিকাল তিনটায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বেগম খালেদা জিয়া এই জোটের  ঘোষণা দেবেন। এই জোটের নাম হবে সম্মিলিত গণতান্ত্রিক জোট। গত ১২ মার্চ ঢাকার মহাসমাবেশ থেকে খালেদা জিয়া জোট সম্প্রসারণের ঘোষণা দেন।

এরপর গত ৮ এপ্রিল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় দলের মহাসচিব মির্জা ফখরম্নল ইসলাম আলমগীর বলেন, এক সপ্তাহের মধ্যে জোটের ঘোষণা হবে।

নতুন জোটে যেসব দল থাকছে সেগুলো হলো-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ ন্যাপ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), বাংলাদেশ লেবার পার্টি, মুসলিম লীগ, ন্যাপ ভাসানী, ইসলামীক পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ডেমোক্রেটিক লীগ।


ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু রাতে বার্তা২৪ ডটনেটকে বলেন, “১৮ এপ্রিল নতুন জোটের ঘোষণা হবে। ইতোমধ্যে বিএনপির কার্যালয় থেকে চিঠি দিয়ে তাকে জোট ঘোষণার সংবাদ সম্মেলনে দাওয়াত দেয়া হয়েছে।

এই ১৬টি দলের মধ্যে এমন দল্ও আছে যাদের পুর্নাঙ্গ কেন্দ্রীয় কমিটিও নেই। ঢাকার বাইরের কমিটি তো নেই-ই।

No comments:

Post a Comment