ঢাকা সিটি করপোরেশন নির্বাচনসংক্রান্ত
স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে আপিল করেছেন দক্ষিণের মেয়র প্রার্থী ড. তুহিন মালিক। মঙ্গলবার আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের
চেম্বার জজে বিষয়টি শুনানি হতে পারে বলে তিনি জানান।
সোমবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচন কার্যক্রম তিন মাসের জন্য
স্থগিত করে দেয়া আদেশের পর ঢাকার মেয়র প্রার্থী ড. তুহিন মালিক আপিলে যাওয়ার
সিদ্ধান্ত নিয়েছেন বলে সাংবাদিকদের জানান।
অন্যদিকে নির্বাচন কমিশন (ইসি) জানায়, আদালতের আদেশ পর্যবেক্ষণ করে পরবর্তী
করণীয় নির্ধারণ করা হবে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের একটি রিট আবেদনে
সোমবার হাইকোর্ট ডিসিসি নির্বাচনের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে একটি আদেশ
দেন। আদেশে ভোটার তালিকা হালনাগাদ করার কথাও বলেন।
২৪ মে ভোটগ্রহণের দিন ঠিক করে ওই নির্বাচনের তফসিল ঘোষণার পর
মনোনয়নপত্র বিতরণের মধ্যেই আদালত এই সিদ্ধান্ত দেয়।
আদালতের আদেশের প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশন (ইসি) সচিব
মোহাম্মদ সাদিক সাংবাদিকদের বলেন, “আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের বিষয়ে কমিশন সভায় আলোচনা করে
সিদ্ধান্ত নেয়া হবে।”
তিনি বলেন, “রায়ের কথা শুনেছি। আদালতের রায়ের সময় সিইসি (কাজী রকিব উদ্দীন
আহমদ) কমিশনে ছিলেন না। তিনি সাবেক এক সচিবের জানাজায় অংশ নিতে বাইরে ছিলেন।
আদালতের রায়ের ব্যাপারে সিইসি মহোদয়ের সঙ্গে কথা হয়েছে।”
আদালতের আদেশের আগে ডিসিসি’র দুই ভাগে মেয়র পদে ২৪টি এবং কাউন্সিলর পদে ১৩ শতাধিক
মনোনয়নপত্র বিক্রি হয়েছে।
No comments:
Post a Comment