Monday, April 16, 2012

বিচার করু তা না হলে রাস্তায় জনগণ ধাওয়া করবেঃ হান্নান শাহ


image_20343_0.jpg (400×292)দুর্নীতিবাজ মন্ত্রীদের বরখাস্ত করে বিচার করুন। তা না হলে রাস্তায় জনগণ ধাওয়া করবে। সেদিন আর বেশিদিন দূরে নয়। আপনাদের জন্য নাকি ভারতীয় হেলিকপ্টার তৈরি রয়েছে। কিন্তু হেলিকপ্টারে উঠবারও সুযোগ পাবেন না। বলেছেন  বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
তিনি আরো বলেন, আমরা গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে কথা বললেই সরকার বলে, আমরা নাকি যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি। আমরাও
যুদ্ধাপরাধীদের বিচার চাই। একই সঙ্গে সুরঞ্জিত সেনগুপ্তের মতো দুর্নীতিবাজ মন্ত্রীদের অপসারণ ও গ্রেফতার করে সঠিক বিচার চাই। 
সোমবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ঘুষ কেলেঙ্কারির নায়ক সুরঞ্জিত সেনগুপ্তের অসারণ, গ্রেফতার ও বিচার দাবি করে এক মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হান্নান শাহ আরো বলেন, শুধু সুরঞ্জিত সেনগুপ্তই নন, মন্ত্রিসভায় আরো অনেকেই দুর্নীতিবাজ। তাদের বিরুদ্ধে তদন্ত করে, হিসেব-নিকেশ বের করে ও ব্যবস্থা নিয়ে জাতিকে কলঙ্কমুক্ত করুন।
তিনি গুপ্ত বাবুদের গুপ্তধন খুঁজে বের করার দাবি জানিয়ে প্রশ্ন করেন, সুরঞ্জিত সেনগুপ্ত ঝিকাতলার বাড়ি কিভাবে নিয়েছেন? তার ছেলের ৫ কোটি টাকার টেলিকমিউনিকেশন লাইসেন্স আর মেয়ের শপিং মল কিভাবে হয়েছে? তিনি অ্যাডভোকেট হয়েও তাকে কোর্ট-কাচারিতে দেখা যায় না। এতো টাকা কোথা থেকে আসলো?
বিএনপি রাস্তায় কোনো গণতান্ত্রিক কর্মসূচি দিলে বা কথা বললে নেতাকর্মীদের গ্রেফতার করা হয়, বাধা দেওয়া হয় বলে অভিযোগ করে হান্নান শাহ আরো প্রশ্ন করেন, এতো টাকাসহ ধরা পড়ার পরও তাদের কেন গ্রেফতার করা হলো না কেন?
সুরঞ্জিত প্রবীণ রাজনীতিবিদ হয়েও অপকর্মের মাধ্যমে রাজনীতিবিদদের মুখে চুনকালি মাখিয়েছেন বলেও মন্তব্য করেন হান্নান শাহ।

No comments:

Post a Comment