জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ বলেছেন, “মানুষ আজ ভালো নেই। এই সরকার (আওয়ামী লীগ) হলো নাই নাই সরকার। পানি নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই। দ্রব্যমূল্য
নিয়ন্ত্রণে নাই। এই সরকারের আরেক নাম হলো দ্রব্যমূল্য বৃদ্ধির সরকার। আর কোনো সরকারের সময়ে দ্রব্যমূল্যের এতো ঊর্ধ্বগতি হয়নি।”
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শান্তিবাগ উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির মতিঝিল থানা শাখার সভাপতি নেয়ামত উল্যাহ নবু।
এরশাদ বলেন, “দেশ আগে যা ছিল, গত ২০ বছরে সব সরকার দেশকে তা থেকে নিচে নামিয়েছে। ক্ষমতায় গিয়ে কোনো সরকারই দেশের উন্নয়ন করতে পারেনি। সব উন্নয়ন করেছে জাতীয় পার্টি।”
আওয়ামী লীগ ও বিএনপির প্রতি প্রশ্ন রেখে এরশাদ বলেন, “গত ২০ বছরে আপনারা কী করেছেন। সব উন্নয়ন তো ‘এরশাদ সাহেব’ করেছেন। আপনারা শুধু ক্ষমতায় টিকে থাকতে মারামারি কাটাকাটি করেছেন। সেই দিন শেষ, মানুষ এখন পরিবর্তন চায়।”
এর আগে বিকেলে এরশাদ আরো দু’টি জনসভায় বক্তৃতা করেন। একটি গেন্ডারিয়ার ধুপখোলা স্টেডিয়ামের পাশে এবং অন্যটি ধলপুর কমিউনিটি সেন্টারের পাশে। এছাড়া পথে আরো একটি পথসভায়ও অংশ নেন তিনি।
সব সভায় এরশাদ ঢাকা সিটি করপোরেশন (দক্ষিণ) নির্বাচনে তার মনোনীত প্রার্থী কাজী ফিরোজ রশিদকে এলাকাবাসীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। তাকে ভোট দিয়ে নির্বাচিত করার মাধ্যমে জাতীয় পার্টির জয়যাত্রা শুরু করার আহবান জানিয়ে তিনি বলেন, “কোনো চোর-বাটপারকে ভোট দিবেন না।”
গেন্ডারিয়ার জনসভায় এরশাদ বলেন, “দুই দলকে (আওয়ামী লীগ ও বিএনপি) জনগণ দেখেছে। মানুষ এখন সুখ ও শান্তির জন্য পরিবর্তন চায়। মারামারি, কাটাকাটি চায় না।”
ওই সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির গেন্ডারিয়া থানা সভাপতি সারফুদ্দিন আহমেদ শিপু।
নিয়ন্ত্রণে নাই। এই সরকারের আরেক নাম হলো দ্রব্যমূল্য বৃদ্ধির সরকার। আর কোনো সরকারের সময়ে দ্রব্যমূল্যের এতো ঊর্ধ্বগতি হয়নি।”
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শান্তিবাগ উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির মতিঝিল থানা শাখার সভাপতি নেয়ামত উল্যাহ নবু।
এরশাদ বলেন, “দেশ আগে যা ছিল, গত ২০ বছরে সব সরকার দেশকে তা থেকে নিচে নামিয়েছে। ক্ষমতায় গিয়ে কোনো সরকারই দেশের উন্নয়ন করতে পারেনি। সব উন্নয়ন করেছে জাতীয় পার্টি।”
আওয়ামী লীগ ও বিএনপির প্রতি প্রশ্ন রেখে এরশাদ বলেন, “গত ২০ বছরে আপনারা কী করেছেন। সব উন্নয়ন তো ‘এরশাদ সাহেব’ করেছেন। আপনারা শুধু ক্ষমতায় টিকে থাকতে মারামারি কাটাকাটি করেছেন। সেই দিন শেষ, মানুষ এখন পরিবর্তন চায়।”
এর আগে বিকেলে এরশাদ আরো দু’টি জনসভায় বক্তৃতা করেন। একটি গেন্ডারিয়ার ধুপখোলা স্টেডিয়ামের পাশে এবং অন্যটি ধলপুর কমিউনিটি সেন্টারের পাশে। এছাড়া পথে আরো একটি পথসভায়ও অংশ নেন তিনি।
সব সভায় এরশাদ ঢাকা সিটি করপোরেশন (দক্ষিণ) নির্বাচনে তার মনোনীত প্রার্থী কাজী ফিরোজ রশিদকে এলাকাবাসীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। তাকে ভোট দিয়ে নির্বাচিত করার মাধ্যমে জাতীয় পার্টির জয়যাত্রা শুরু করার আহবান জানিয়ে তিনি বলেন, “কোনো চোর-বাটপারকে ভোট দিবেন না।”
গেন্ডারিয়ার জনসভায় এরশাদ বলেন, “দুই দলকে (আওয়ামী লীগ ও বিএনপি) জনগণ দেখেছে। মানুষ এখন সুখ ও শান্তির জন্য পরিবর্তন চায়। মারামারি, কাটাকাটি চায় না।”
ওই সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির গেন্ডারিয়া থানা সভাপতি সারফুদ্দিন আহমেদ শিপু।
No comments:
Post a Comment