প্রতিদিন ২৪ ডেস্ক
‘আওয়ামী লীগ ১৯৭২-’৭৫ পর্যন্ত এ দেশের মানুষের
স্বপ্ন চুরমার করে দিয়েছিলো’ অভিযোগ করে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নতুন করে গত তিন বছরে তারা
আবার মানুষের স্বপ্ন খানখান করে দিয়েছে।’
শনিবার পহেলা বৈশাখের বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান পূববর্তী আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এ অনুষ্ঠানে দেওয়া প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল বলেন, ‘এ সরকার অর্থনীতির ভিত ধ্বংস করে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষকে পথে বসিয়েছে। শিল্প কারখানা বন্ধ করে দিয়েছে। এর বিরূপ প্রতিক্রিয়া কৃষিক্ষেত্রেও পড়ছে। মানুষ এ থেকে মুক্তি চায়। নতুন বছরে পেছনের গ্লানি মুছে আমরা সব বাধা-বিপত্তি যেন কাটিয়ে উঠতে পারি।’
‘যখনই দেশ দাঁড়ানোর চেষ্টা করেছে তখনই নানা নীলনকশায় স্বপ্ন কুক্ষিগত করার চেষ্টা করা হয়েছে’ মন্তব্য করে ফখরুল বলেন, ‘ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সাবধান থাকতে হবে।’
তিনি বলেন, ‘এ দেশের ৯০ জন মানুষের সাংস্কৃতিক যে দৃষ্টিভঙ্গী তা বিসর্জন দেওয়া যাবে না। বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের নিজস্ব সংস্কৃতি বাঁচিয়ে রাখতে হবে। আমাদের শপথ নিতে হবে। আগামীতে নিজেদের সংস্কৃতি রক্ষায় পেছনের গ্লানি মুছে ফেলে নতুন করে খালেদা জিয়ার নৃতৃত্বে দেশ গড়ার শপথ নিতে হবে।’
জাসাসকে বাংলা সংষ্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ‘একটি জাতির মাথা উঁচু করে দাঁড়াতে হলে নিজেদের সংস্কৃতি ও সাহিত্য ধরে রাখতে হবে। নতুন করে শপথ নিতে হবে গণতন্ত্র, মানুষের ভোট ও ভাতের অধিকার এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায়। মানুষকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে হবে।’
জাসাসা সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির স্বণির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, জাসাস নেতা গাজী মাযহারুল আনোয়ার, বাবুল আহমেদ প্রমুখ।
No comments:
Post a Comment