Saturday, April 14, 2012

আয়-ব্যায়ের হিসাব রোববারে দাখিল করবে বিএনপি


প্রতিদিন ২৪ ডেস্ক
গত অর্থবছরের আয়-ব্যায়ের হিসাব রোববার দাখিল করবে বিএনপি। 

এদিন বেলা ১২টায় মগবাজার কর অঞ্চল-১৫ সার্কেল ৩১৩ এর উপ-কমিশনারের কাছে ২০১০ সালের জুলাই থেকে ২০১১ সালের জুন পর্যন্ত এক বছরের হিসাব জমা দেবেন বিএনপি চেয়ারপার্সনের
উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান।

খালেদা জিয়ার এ আইনজীবী শনিবার রাতে বাংলানিউজকে রোববার হিসাব জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার বিএনপির গত অর্থবছরের আয়কর রিটার্ন দাখিল করা হবে।

No comments:

Post a Comment