Saturday, April 21, 2012

পিরোজপুরে পিকেটিং আর পুলিশি বাধার মধ্য দিয়ে চলছে


প্রতিদিন ২৪ ডেস্ক
Special Top বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর নিখোঁজ ইস্যুকে কেন্দ্র করে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পিরোজপুরে পিকেটিং আর পুলিশি বাধার মধ্য দিয়ে চলছে।

রোববার সকাল থেকে লোকাল, আন্তজেলা ও দূরপাল্লার কোনো বাস চলাচল করছে না সড়কে। তবে শহরে কিছু রিকশা চলাচল করতে দেখা গেছে। সকাল থেকে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।
বিআরটিসি বাস চলাচলের কথা থাকলেও জেলার কোথাও তা দেখা যায়নি।
এদিকে, বিএনপি সমর্থক আইনজীবীরা আদালতের কার্যক্রমে অংশ নিচ্ছে না বলে জানিয়েছেন তারা।
হরতাল চলাকালে শহরের সব জায়গায় পুলিশ মোতায়েনসহ রাস্তায় পুলিশের টহল চলছে।
হরতালের বিরুদ্ধে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের তেমন কোনো তৎপরতা লক্ষ করা যায়নি।
গতকাল শনিবার রাত থেকে রোববার এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলায় মোট ১৫ জনকে আটক করা হয়েছে।
এরমধ্যে মঠবাড়িয়ায় রোববার সকালে পিকেটিং করার সময় বিএনপি ও এর অংগ সংগঠনের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
এছাড়া ভাণ্ডারিয়ায় ১ জন, নাজিরপুরে ২, নেসারাবাদে ২, কাউখালীতে ১ এবং জিয়ানগরে ৩ জনকে আটক করা হয়েছে।

No comments:

Post a Comment