প্রতিদিন ২৪ ডেস্ক
কমলাপুরে ট্রেন চলাচল
স্বাভাবিক রয়েছে। তবে যাত্রীদের উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় কম।
রোববার ভোর থেকে সাড়ে নয়টা পর্যন্ত বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে মোট ১০টি ট্রেন ছেড়ে গেছে।
রোববার ভোর থেকে সাড়ে নয়টা পর্যন্ত বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে মোট ১০টি ট্রেন ছেড়ে গেছে।
এর মধ্যে রয়েছে রাজশাহীগামী ধুমকেতু, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, সিলেটগামী পারাবাত, চট্টগ্রামগামী মহানগর প্রভাতী, কিশোরগঞ্জগামী এগারো সিন্ধু এক্সপ্রেস।
কমলাপুর স্টেশন মাস্টার মো. কামরুজ্জামান জানান, সব ট্রেনেই সিডিউল মোতাবেক ছেড়েছে। তবে যাত্রীর সংখ্যা কিছুটা কম।
তিনি জানান, শুক্র ও শনিবার ছুটির সঙ্গে হরতাল মিলে যাওয়ায় অনেকে আগেই ঢাকা ছেড়েছেন। সে কারণেই যাত্রী সংখ্যা কম। তবে বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় আসা ট্রেনে যাত্রী সংখ্যা অনেকটাই স্বাভাবিক।স্টেশন ম্যানেজার খায়রুল বশীর জানান, সকাল থেকেই সব রুটের ট্রেন চলাচল স্বাভাবিক। আশা করি সারাদিনে কোনো সমস্যা হবে না।
No comments:
Post a Comment