Sunday, April 15, 2012

ঢাকা উত্তরের জন্য মনোনয়নপত্র নিলেন মায়া


ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র কিনলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

রোববার সাড়ে ১১টার সময় উত্তর সিটি করপোরেশনের অস্থায়ী নির্বাচন কমিশন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদের কাছ থেকে তিনি এ
মনোনয়নপত্র সংগ্রহ করলেন।

মনোনয়পত্র কেনা শেষে আওয়ামী লীগের এ নেতা সাংবাদিকদের  বলেন, কোনো ধরনের ঝামেলা ছাড়াই  মনোনয়পত্র নিতে পেরে আমি আনন্দিত। দলের ঊর্ধ্বে না গিয়েই আমি এ নির্বাচনে অংশ নেব।

তিনি আরো বলেন, উত্তরে আমি ছাড়া আওয়ামী লীগের অন্য কোনো প্রার্থী নেই। তাই দলের সমর্থন পাবো বলে আমার পূর্ণ বিশ্বাস রয়েছে।

দল থেকে মনোনয়ন না দিলেও উত্তরে মেয়র পদে নির্বাচন করবেন বলেও জানান তিনি।

মনোনয়পত্র সংগ্রহকালে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্পষ্টত এটা নির্বাচনী আইনের লঙ্ঘন। নির্বাচন কমিশন (আচরণ বিধিমালা) অনুযায়ী কোনো প্রার্থী চারজনের অধিক ব্যক্তি নিয়ে মনোয়নয়নপত্র সংগ্রহ করতে পারবে না বলে আইন রয়েছে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে জানতে তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘন হলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। আইনের মধ্যে থেকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশন সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।

No comments:

Post a Comment