Sunday, April 15, 2012

জামায়াতের সাবেক এমপি গাজী নজরুল গ্রেফতার


জামায়াতে ইসলামী নেতা ও সাতক্ষীরার শ্যামনগরের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে
বলে পুলিশ জানিয়েছে।

শনিবার রাতে শ্যামনগর উপজেলা সদরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য।

নজরুলকে গ্রেফতারের আগে শনিবার বিকালে উপজেলার রমজাননগর ইউনিয়ন জামায়াতের সম্পাদক আব্দুল আজিজের মানিকখালীর বাড়ি থেকে ২৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

শ্যামনগর থানার ওসি আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, জামায়াতের বেশ কিছু নেতাকর্মী জড়ো হয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে মিলিত হয়েছে বলে খবর পাওয়ার পর মানিকখালী গ্রামে অভিযান চালানো হয়।

No comments:

Post a Comment