ছাত্রদলের
ডাকা ধর্মঘটে অচল হয়ে পড়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছাত্রদল
নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার বিচার চেয়ে আজ সকাল থেকে ধর্মঘটের ডাক
দেয় দলটি। ধর্মঘটের কারণে সকাল থেকে ক্যাম্পাসে কোন বাস ঢুকতে দেখা যায়নি।
নির্ধারিত ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।এর আগে বৃহস্পতিবার দোষী ছাত্রলীগ কর্মীদের বিচার চেয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ভিসিকে স্মারকলিপি দেয় শাবি শাখা ছাত্রদল। নির্ধারিত সময়ে ভিসি কোন ব্যবস্থা না নেয়ায় ধর্মঘট শুরু করে তারা।
উল্লেখ্য, বুধবার গভীর রাতে ছাত্রদল নিয়ন্ত্রিত মেসে হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা। এতে ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। তাদের অনেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
No comments:
Post a Comment