Sunday, April 15, 2012

ঢাকা ও চট্টগ্রামসহ সারাদেশে জামায়াত ইসলামীর প্রতিবাদ মিছিলঃ চট্টগ্রামে গ্রফতার ৫


চট্টগ্রাম



নিজস্ব প্রতিনিধিঃ আমরা জাস্টিস (ন্যায়বিচার) করব না ট্রাইইবুনালের এমন বক্তব্য ও প্রহসনের বিচার বাতিলসহ গ্রেফতারকৃত শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ  ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শহরে প্রতিবাদ মিছিল বের করে।
এদিকে চট্টগ্রামে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল শেষে ফেরার
সময় নগরীর কাজির দেঊড়ি মোর থেকে ৫ জন জামায়াত-শিবির কর্মীকে গ্রফতার করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতারা বলেন, প্রহসনের ট্রাইইবুনালের বাতিলসহ গ্রেফতারকৃত শীর্ষ নেতাদের মুক্তির দিতে হবে, না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে এ ফেসিবাদী সকারের পতনের মাধ্যমে দেশ মানুষকে স্বৈরশাসন থেকে মুক্ত করা হবে।

No comments:

Post a Comment