Sunday, April 15, 2012

অর্থ কেলেঙ্কারি : ৪৮ ঘণ্টার মধ্যে রেলমন্ত্রীর পদত্যাগ চায় বিএনপি


অর্থ কেলেঙ্কারির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশের রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের পদত্যাগ দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। এ সময়ের মধ্যে সরকার কী ব্যবস্থা নেয় তা দেখে বিএনপি আবারও সংবাদ সম্মেলন করবে বলেও জানান মওদুদ। 
আজ (রোববার) সকালে জাতীয় সংসদ ভবন মিডিয়া সেন্টারে বিএনপির সংসদীয় দল আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। ৭০ লাখ টাকা
ঘুষের সুষ্ঠু তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের আহ্বান জানিয়ে মওদুদ আহমদ বলেছেন, "একজন অবসরপ্রাপ্ত বিচারপতি দিয়ে এই ঘটনার তদন্ত কমিশন গঠন করতে হবে। সরকার তা না করে যদি এই ঘটনা আড়াল করতে চায় তবে বুঝতে হবে সরকার দুর্নীতিপরায়ণ।" এ ঘটনা তদন্তে যে দু'টি কমিটি গঠন করা হয়েছে, তা প্রত্যাখ্যান করে তিনি বলেন, এসব কমিটি গঠনের কোনো অর্থ নেই। এই কমিটিগুলো সুষ্ঠুভাবে তদন্ত করতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন। ব্যারিস্টার মওদুদ আহমদ মনে করেন, "সুরঞ্জিতকে মন্ত্রীর আসনে রেখে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সম্ভব না। কারণ তিনি তদন্তে প্রভাব বিস্তার করতে পারেন।" নৈতিক কারণেই সুরঞ্জিত সেনগুপ্তের সরে দাঁড়ানো উচিত- এমন মন্তব্য করে মওদুদ বলেন, "তিনি পদত্যাগ না করলে দুদকসহ বা যেকোনো প্রতিষ্ঠানের তদন্তই আলোর মুখ দেখবে না।"
সাবেক এই আইনমন্ত্রী বলেন, রেলমন্ত্রীর ঘুষ কেলেঙ্কারিতে সারাদেশ স্তম্ভিত ও লজ্জিত। এই ঘটনায় জাতীয় সংসদের সব সদস্য ও রাজনীতিবিদদের মান মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, "আমরা সংসদ সদস্য হিসেবে বিব্রত। সকল মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্যই এটি কলঙ্ক ও লজ্জাজনক।"
মওদুদ বলেন, "প্রধানমন্ত্রী দেশে এসেছেন। আমরা দেখতে চাই তিনি কী করেন। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করে আবারো সংবাদ সম্মেলন করবো। কারণ অর্থ কেলেঙ্কারীর ঘটনায় স্পটে থাকা তিনজনই বলেছেন তারা টাকা নিয়ে রেলমন্ত্রীর বাসায় যাচ্ছিলেন। আমরা এটাও জানি যে, রেলমন্ত্রীর বাসা জিগাতলায়।"
বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতার সমালোচনা করে ব্যারিস্টার মওদুদ বলেন, "এই সরকার দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। ফলে তারা দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা, শেয়ারবাজার কোনটিই নিয়ন্ত্রণ করতে পারেনি। পদ্মা সেতুর দুর্নীতির কথা দেশ ছেড়ে বিদেশেও ছড়িয়ে গেছে। আমরা আগে থেকেই বলে এসেছিলাম সরকারের দুর্নীতির কথা। এবার তারা হাতে-নাতে ধরা পড়েছে।"
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মওদুদ জানান, সংসদের আগামী অধিবেশনে এই ঘটনাসহ সরকারের সকল দুর্নীতি নিয়ে কথা বলবে বিরোধীদল। 
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবুল খায়ের ভূঁইয়া, আসিফা আশরাফী পাপিয়া, নিলুফার ইয়াসমীন মনি, রেহেনা আক্তার রানু, কামাল আহমেদ প্রমুখ।

No comments:

Post a Comment