তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব
অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, “রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশে হত্যাকাণ্ড চলছে। দেশের গোয়েন্দা
সংস্থা খুব দক্ষ। সাগর-রুনির খুনিদের খুঁজে বের করতে
পারেনি- এটি বিশ্বাসযোগ্য নয়।
সরকারই এই ঘটনায় প্রকৃত দোষীদের রক্ষা করতে চাইছে।”সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ যুব ইউনিয়নের অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। দুই মাসেও সাগর-রুনি হত্যাকারীদের গ্রেফতার না করায় এই কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাফী রতন।
আনু মুহাম্মদ বলেন, “সরকার মনে করছে কালক্ষেপণ করলে মানুষ সাগর-রুনির হত্যার বিষয়টি ভুলে যাবে, এটি ভুল। সরকারকেই এর জবাব দিতে হবে।”
তিনি বলেন, “সাংবাদিকরা চেয়েছে এই হত্যার বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন। সেটিও বন্ধ করে দেয়া হলো। সরকার কোনোদিনই খুনিদের পরিচয় প্রকাশ করবে না। তারা জনগণের কন্ঠ রোধ করে আসল খুনিদের রক্ষা করতে চায়।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন, “সাংবাদিকদের জন্য নয়, ভবিষ্যত প্রজন্মের নিরাপত্তায় এ বিচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশক্তি দিয়ে প্রতিবাদের কন্ঠ তৈরি করা সবার দায়িত্ব।”
No comments:
Post a Comment