Thursday, April 12, 2012

ড্রাইভার আজমের খবর কেউ জানে না


রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুক তালুকদারের ড্রাইভার আজম কোথায় আছেন তা সুরঞ্জিত সেনগুপ্ত কিংবা পুলিশ কেউ জানে না। পুলিশ বলছে রেলমন্ত্রী জানেন। আর রেলমন্ত্রী বলছেন তিনিও জানেন না।

রেলমন্ত্রীর সহকারীর গাড়িচালক নিখোঁজআলী আজমের বিষয়ে কোনো তথ্য পুলিশের কাছে নেই বলে জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার বেনজীর আহমেদ।

সংবাদপত্রে প্রকাশিত সংবাদ অনুযায়ী সোমবার গাড়িতে টাকা পাওয়ার খবর প্রকাশ হওয়ার
পর বুধবার থেকে নিখোঁজ আজম।

তার বিষয়ে কোনো তথ্য পুলিশের কাছে রয়েছে কি না- জানতে চাইলে বেনজীর আহমেদ বৃহস্পতিবার মিন্টো রোডে গোয়েন্দা অফিসের মিডিয়া রুমে সাংবাদিকদের বলেন, “রেলমন্ত্রীই বলতে পারবেন, তিনি কোথায় আছেন। ড্রাইভার আজম কোথায় রয়েছে, এটা আমি জানি না।

ফারুকের সঙ্গে ওই গাড়িতে রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) ইউসুফ আলী মৃধাও ছিলেন। খবর বেরিয়েছে, রেলওয়ের নিয়োগ বাণিজ্যে ঘুষ হিসেবে ওই বিপুল পরিমাণ টাকা নেয়া হয়েছিল। আর চালক আজম গাড়িটি বিজিবি সদর দপ্তরের ফটকে চালিয়ে দিয়ে বিষয়টি প্রকাশ্য করেন।

সোমবার রাতে পিলখানার ফটকের ঘটনার পর আজমকে পুলিশের কাছে হস্তান্তরের কোনো ঘটনা ঘটেনি বলে জানান বেনজীর।

আজমের পরিবারের কাছ থেকে নিখোঁজ হওয়ার বিষয়েও পুলিশ কোনো অভিযোগ পায়নি বলে জানান তিনি। পরিবার অভিযোগ করলেই এ বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে,” বলেন ডিএমপি কমিশনার।

বৃহস্পতিবার রেলভবনে সংবাদ সম্মেলনে ড্রাইভার আজম কোথায় আছেন-এই প্রশ্নের জবাবে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “আপনারা যা জানেন আমিও তা জানি। ড্রাইভারের ব্যাপারে কাগজে প্রকাশিত খবরের বাইরে আমি আর কিছু জানিনা। জানার কথাও নয়। সে কোথা-এটা আপনাদের মতো আমারও প্রশ্ন।


সোমবার রাতে রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুক তালুকদারকে বহনকারী একটি গাড়ি থেকে ৭০ লাখ টাকা পাওয়ার খবর প্রকাশ হওয়ার পর থেকে গোটা দেশে এই তোলপাড় চলছে।

No comments:

Post a Comment