Tuesday, April 17, 2012

সুরঞ্জিতের এপিএসের গাড়িচালককে গুম করা হয়েছে


রফিকুল ইসলাম মিয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া আশঙ্কা প্রকাশ করে বলেছেন, সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী একান্ত সচিবের (এপিএস) গাড়িচালক আলী আজমকে গুম করা হয়েছে। সদ্য পদত্যাগী রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন হতে চেয়েছিলেন। শেষ মুহূর্তে তিনি
(সুরঞ্জিত) যেসব কথা বলেছেন, নাটক করেছেন তাতে তাই মনে হচ্ছে। তবে আবুল হোসেন প্রধানমন্ত্রীর কাছ থেকে যে সমর্থন পেয়েছিলেন সুরঞ্জিত তা পাননি। 
আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত মানববন্ধনে রফিকুল ইসলাম মিয়া এসব কথা বলেন।
রফিকুল ইসলাম মিয়া বলেন, ওপরের মহলের চাপের কারণে চালককে পাওয়া যাচ্ছে না। তাঁকে বের করার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের বলেও তিনি মন্তব্য করেন। তিনি মনে করেন, সরকার পুরস্কার দেওয়ার বদলে গাড়িচালককে গুম করেছে।
রেলের অর্থ কেলেঙ্কারির ঘটনা ও মন্ত্রীর পদত্যাগ প্রসঙ্গে রফিকুল ইসলাম মিয়া বলেন, এই ঘটনায় আমি যতটা উত্ফুল্ল, ততটাই উদ্বিগ্ন। কারণ, এভাবে দুর্নীতি চলতে দেওয়া হলে দেশের ভবিষ্যত্ কী হবে, গণতন্ত্রের কী হবে এবং রাজনীতির কী হবে তা নিয়ে আমি উদ্বিগ্ন। 
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, সংবিধানের ৫৫ অনুচ্ছেদ অনুযায়ী কোনো মন্ত্রীর অপকর্মের দায়দায়িত্ব একক কোনো মন্ত্রীর নয়। এই দায় পুরো মন্ত্রিসভার। তাই সরকারকে রেলের অর্থ কেলেঙ্কারির দায় নিতে হবে। শেয়ারবাজার, পদ্মা সেতু নির্মাণসহ বিভিন্ন খাতে যত দুর্নীতি হয়েছে তার সব দায় সরকারের বলেও তিনি মন্তব্য করেন

No comments:

Post a Comment