Tuesday, April 17, 2012

১৬ দলের সম্প্রসারিত জোটের ঘোষণা কাল:রাতে ঘোষণাপত্র স্বাক্ষর


133148492520120311.jpg (320×225)১৬ দলের সম্প্রসারিত জোটের ঘোষণা কাল। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনির্য়াস মিলনায়তনে বিকেলে চারদলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়া সম্প্রসারিত নতুন এই জোটের ঘোষণা দেবেন। চারদলীয় জোটের সঙ্গে আরো ১২ দল নিয়ে এ জোট গঠন করা হয়েছে। জোটের নাম হবে সম্মিলিত
গণতান্ত্রিক  জোট। ইতিমধ্যেই শরিক দলগুলোকে চিঠি দিয়ে এ বিষয়ে জানানো হয়েছে। ১৬টি দল হচ্ছে, বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, বিজেপি, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, এলডিপি, কল্যাণ পার্টি, জাগপা, এনপিপি, বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ লেবার পার্টি. মুসলিম লীগ, ইসলামিক পার্টি, ন্যাপ ভাসানী, এনডিপি ও ডিএল। 

 মঙ্গলবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে নতুন জোটের নেতারা ঘোষণাপত্রে স্বাক্ষর করবেন বলে একটি সূত্র জানিয়েছে।

জানা গেছে, শরিক দলের চেয়ারম্যানদের গুলশান কার্যালয়ে যেতে বলা হয়েছে মঙ্গলবার রাত ৯টায়। জোট নেত্রী খালেদা জিয়ার সভাপতিত্বে জোট নেতাদের বৈঠকে এই ঘোষণাপত্রে স্বাক্ষর হবে।

এদিকে জোটের নাম নিয়ে ইতিমধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। জোটের নাম কী হবে বিএনপির পক্ষ থেকে সে বিষয়ে কাউকে কিছু বলা হয়নি। বুধবার সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য শরিক দলের নেতাদের যে চিঠি দেয়া হয়েছে তাতে জোটের কোনো নাম উল্লেখ করা হয়নি।

এর আগে একাধিক সূত্রে জানা গিয়েছিল, জোটের নাম হবে সম্মিলিত গণতান্ত্রিক জোট। কিন্তু গতকাল একটি সূত্র জানায়, জোটের নাম ১৬ দলীয় জোট হওয়ার সম্ভাবনা রয়েছে।

অবশ্য এ বিষয়ে কয়েকজন বিএনপি নেতা বলেন, ১৬ দলীয় জোট হলে দলের সংখ্যা বাড়লে তখন কি হবে?

জানা গেছে, ইতিমধ্যেই এই জোটে এখন দলের সংখ্যা ১৭টি। আগামীতে আরো বাড়তে পারে। আগামীকালের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য ১৬টি দলকে চিঠি দেয়া হয়েছে। সেক্ষেত্রে বিএনপিসহ দলের সংখ্যা ১৭টি।

জমিয়তকে নিয়ে বিভ্রান্তি
জমিয়তে উলামায়ে ইসলামকে চিঠি দেয়া হয়নি এমন একটি খবর পাওয়া গেলেও পরে জানা যায় তাদের চিঠি দেয়া হয়েছে। এই দলটি চারদলীয় ঐক্যজোটের শরিক ইসলামী ঐক্যজোটের মধ্যে থাকলেও এক সময় ইসলামী ঐক্যজোট থেকে বেড় হয়ে যায়। পরবর্তী সময়ে তারা আলাদাভাবে চারদলীয় জোটের শরিক হিসেবে বিভিন্ন বৈঠকে উপস্থিত থাকে। এই দলের মহাসচিব মুফতি ওয়াক্কাস জানান, তারা এখন আর ইসলামী ঐক্যজোটে নেই। তবে চারদলীয় জোটে আলাদা দল হিসেবে রয়েছেন।

সব মিলিয়ে বুধবার ১৭টি দল নিয়ে নতুন একটি জোটের ঘোষণা দেবেন খালেদা জিয়া। এজন্য ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের মুক্তিযোদ্ধা হল ভাড়া করা হয়েছে। আগামীকাল বিকাল তিনটায় সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেবেন জোটনেত্রী খালেদা জিয়া।   


No comments:

Post a Comment