প্রতিদিন ২৪ ডেস্ক
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সভায় দলের
সিনিয়র ভাইস চেয়ারম্যান লন্ডনে চিকিৎসাধীন তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা ও
ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পূর্ণ মহাসচিবের দায়িত্ব দেয়ার
দাবি করেছেন সদস্যরা।
রোববার
সকাল সোয়া এগারোটায় শুরু হওয়া নির্বাহী কমিটির সভা রাত নয়টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত
চলছিল। সভায় সভাপতিত্ব করছেন
চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সকালে
খালেদা জিয়ার উদ্বোধনী বক্তৃতার পর দশ মিনিট চা বিরতে দেয়া হয়। এরপর ভারপ্রাপ্ত মহাসচিব
রিপোর্ট পেশ করেন। রিপোর্ট
পেশের পর মধ্যাহ্ণ বিরতি ও নামাজের বিরতি দেয়া হয়।
বেলা
পৌনে তিনটায় পুনরায় রুদ্ধদার বৈঠক শুরু হয়। এ পর্বে নির্বাহী কমিটির সদস্য যারা
বিভিন্ন জেলার সভাপতি তাদের বক্তৃতা শুরু হয়। এদের কাছে থেকে বিভিন্ন
পরামর্শ শুনছেন খালেদা জিয়া। তাদের পরামর্শ শোনার পর সমাপনী
বক্তব্য দেবেন তিনি।
জানা
গেছে, লালমনিরহাট জেলা সভাপতি
ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর
বক্তব্যের মাধ্যমে এই পর্ব শুরু হয়। তিনি বক্তৃতা দিতে গিয়ে মহাসচিবকে
পূর্ণাঙ্গ দায়িত্ব দেয়ার দাবি জানান।
এর
পর বিভিন্ন জেলা সভাপতিরা বক্তব্য দেন। তাদের মধ্যে বগুড়া জেলা সভাপতি সাইফুল
ইসলাম, নারায়ণগঞ্জ জেলা সভাপতি
তৈমুর আলম খন্দকার, নেত্রকোনা জেলা সভাপতি
আশরাফ উদ্দিন খান, বান্দরবান জেলা সভাপতি
সাচিং প্রু জেরি, সুনামগঞ্জ জেলা সভাপতি
ফজলুল হক আসফিয়া, পিরোজপুর জেলা সভাপতি
গাজী নুরুজ্জামান বাবুল,
কুষ্টিয়া
জেলা সভাপতি ও কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সৈয়দ মেহেদী আহমদ রুমী, মাগুরা জেলা সভাপতি ও কেন্দ্রীয়
প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কবির মুরাদ, কিশোরগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান, বরিশাল উত্তর জেলা সভাপতি মেজবাহ
উদ্দিন ফরহাদ এমপি, জাতীয় সংসদে সংরক্ষিত
নারী আসনের সদস্য আসিফা আশরাফি পাপিয়া, রেহেনা আকতার রানু বক্তব্য দেন।
সাংগঠনিক
সম্পাদক মসিউর রহমান ও ফজলুল মিলনও বক্তব্য দিয়েছেন।
নারায়ণগঞ্জ
জেলা বিএনপি সভাপতি তৈমুর আলম খন্দকার বলেন, ‘‘সব স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে হবে।’’ তিনি ঢাকা সিটি করপোরেশন
নির্বাচনে দলীয় প্রার্থী দেয়ারও দাবি জানান। তিনি বলেন, ‘‘ঢাকা সিটি করপোরেশনে মাঠ
ছেড়ে দিলে বিএনপি’র রাজনীতির জন্য তা
ক্ষতিকর হবে।’’
সৈয়দা
আসিফা আশরাফি পাপিয়া তার জোরালো বক্তব্যে বলেন, ‘‘যুবদল, ছাত্রদল, ঢাকা মহানগর বিএনপির সাংগঠনিক
কর্মকাণ্ড গতিশীল করতে হবে।’’ তিনি অভিযোগ করেন যুবদলের কমিটি গঠন নিয়ে গ্রুপিং চলছে। এসব বন্ধ করতে হবে। তিনি বলেন, ‘‘হরতালের সময় কাউকে মাঠে
পাওয়া যায় না। তবে
সংবাদ সম্মেলনের সময় মহাসচিবের পেছনে লোকের অভাব হয় না। এ নিয়ে মহাসচিব ক্ষোভ
প্রকাশ করলেও কেউ শুনে না।’’ তিনি এসব বন্ধের দাবি জানান। তিনি বলেন, ‘‘দলে অনেক হাই ব্রীড নেতা
এসেছে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে।’’
আবুল
খায়ের ভূঁইয়া বলেন,
‘‘এক-এগারোর
সময় যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে মূল্যায়ন করতে হবে।’’ তিনি সংস্কারপন্থীদের
ব্যাপারে সতর্ক থাকার আহবান জানান। তিনি বলেন, ‘‘সংস্কারপন্থিরা এক-এগারোর
সময়ও ভালো ছিলেন, এখনো ভালো আছেন।’’
সৈয়দ
মেহেদী আহমদ রুমী বলেন,
‘‘আওয়ামী
লীগের একজন হাই ব্রীড নেতা আছে। তিনি আমাদের দলের নেত্রীর বিরুদ্ধে
বিষোদগার করেন। বিএনপি
ক্ষমতায় গেলে তার বিচার করতে হবে।’’ সন্ধ্যা সাতটা নাগাদ ৭০ জন সদস্য বক্তব্য দেন।
এছাড়াও
সদস্যরা সরকারবিরোধী আন্দোলন আরো জোরদার, প্রয়োজনে হরতালসহ কঠোর কর্মসূচি দেয়ার দাবি জানান। তারা বলেন, দেশের মানুষ গ্যাস, বিদ্যুৎ, পানি, দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা নিয়ে সরকারের
উপর ক্ষুব্ধ। তাই
এখনই সরকারবিরোধী জোরালো আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করার সময়। অনেকে জেলা উপজেলা কমিটি
নিয়ে দলীয় কোন্দল নিরসনের পরামর্শ দেন। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে
গেলে দলের ভরাডুবি হবে বলে নির্বাচনে না যাওয়ার পরামর্শ দেন। সদস্যরা নিস্ক্রিয় নেতাদের পদ থেকে
বাদ দিয়ে যোগ্যদের অন্তর্ভুক্তির দাবি জানান।
রাত
নয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪৬ জন সদস্য বক্তব্য দিয়েছেন। রাত দশটা নাগাদ খালেদা
জিয়া সমাপনি বক্তব্য শুরু করতে পারেন বলে জানা গেছে।
তারেক রহমান দেখছেন নির্বাহী
কমিটির সভা
বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান বিশেষ
ব্যবস্থায় লন্ডনে তার বাসায় বসে ঢাকার জাতীয় নির্বাহী কমিটির সভা সরাসরি দেখছেন
বলে একটি সূত্রে জানা গেছে। এজন্য নির্বাহী কমিটির সভামঞ্চের
পিছনে ওয়েবক্যাম বসানো হয়েছে। ওয়েব ক্যামের মাধ্যমে সভার ছবি ও কথা
সরাসরি শুনতে ও দেখতে পাচ্ছেন তারেক রহমান।
No comments:
Post a Comment