Wednesday, April 4, 2012

চবির শাহ আমানত হল খুলে দেওয়া হল



প্রতিদিন ২৪ ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল বৈধ আবাসিক শিক্ষার্থীদের জন্য খুলে দিয়েছে প্রশাসনবুধবার সকাল ১০টায় হলের মূল ফটক খুলে দেওয়া হয়। এ সময় বৈধ কার্ডধারী
শিক্ষার্থীরা হলে প্রবেশ করেন 

চবি সূত্রে জানাযায়, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হল খুলে দেওয়া হয়েছে। আবাসিক শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র দেখিয়ে হল উঠতে শুরু করেছেন
আরো  জানাযায়, , ‘শিবিরের সঙ্গে প্রশাসনের আলোচনা হয়েছে। তবে সবাই  করছেতারা তাদের ছাত্র ধর্মঘট তুলে নেবে’ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করছে সবাই।
শিবিরের চবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি আশিকুল্লাহ মঙ্গলবার রাতে  জানান, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা ৫ দফা দাবি জানিয়েছি। তারা আমাদের দাবি-দাওয়া পূরণ করলেই ছাত্র ধর্মঘট তুলে নেওয়া হবে। 

No comments:

Post a Comment