Sunday, April 8, 2012

যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই হবে


প্রতিদিন ২৪ ডেস্ক
জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, “আমরা অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার করবোতিনি বলেন, “শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেএখন সবচেয়ে বড় কাজ হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচারের কাজ করাতিনি
আরো বলেন, “বর্তমান সরকারের সকল কর্মকাণ্ড সকলের পছন্দ নাও হতে পারেতবে এ বিষয়ে সুস্পষ্টভাবে জানাতে হবে

তিনি রোববার ফরিদপুর জেলা প্রশাসন আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ কথা বলেন

ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শফিকুর রেজা বিশ্বাস, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক কাজী জায়নুল আবেদীন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার বিজয় বসাক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আয়মন আকবর চৌধুরী বাবলু

সভায় জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, র‌্যাবের প্রতিনিধি, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন

No comments:

Post a Comment