প্রতিদিন ২৪ ডেস্ক
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে লাল গোলাপ দিয়ে
শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক শফিক রেহমান।
শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে নিজের সম্পাদিত সাতটি বইয়ের মোড়ক উন্মোচনের পর খালেদাকে এ শুভেচ্ছা দেন তিনি।
শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে নিজের সম্পাদিত সাতটি বইয়ের মোড়ক উন্মোচনের পর খালেদাকে এ শুভেচ্ছা দেন তিনি।
বইগুলো হচ্ছে- ‘রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ (বাংলা ও ইংরেজি), ‘সংগ্রামী নেত্রী খালেদা জিয়া’ (বাংলা ও ইংরেজি), ‘নেড়িকুকুরের কাণ্ড’, ‘নেড়িকুকুরের কীর্তি’ এবং ‘চট্টগ্রাম পলোগ্রাউন্ড লুণ্ঠন’।
জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এ অনুষ্ঠানে শফিক রেহমান বিরোধীদলীয় নেতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই বইগুলো সম্পর্কে কেউ কেউ আমাকে সমালোচনা করতে পারেন। আমি একটি বিশেষ দলের বা বিশেষ ব্যক্তির পক্ষে লিখেছি, অর্থাৎ আমি পক্ষপাতিত্ব করেছি। অন্যভাবে তারা বলতে পারেন, আমি নিরপেক্ষ নই।
“এ রকম সমালোচনার জবাবে ম্যাডাম খালেদা জিয়ার ‘পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়’- এই বক্তব্যের সঙ্গে যুক্ত করে আমি বলতে চাই, পাগল, শিশু ও সুবিধাবাদী ছাড়া কেউ নিরপেক্ষ নয়। আমিও তাই।”
গত ২৭ মার্চ রূপসী বাংলা হোটেলে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও ‘অজ্ঞাত’ নির্দেশে আগের দিন রাতে হোটেল কর্তৃপক্ষ তা বাতিল করে।
শফিক রেহমান ১৯৮৬ সালে সংসদে তার সম্পাদিত সাপ্তাহিক ‘যায় যায় দিন’ পত্রিকায় সংসদের সংরক্ষিত ৩০ নারী সদস্যকে ‘ত্রিশ সেট অলংকার’ বলেছিলেন।
এ প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সেজন্য ওই সময় জেনারেল এরশাদ আমাকে ছয় বছর নির্বাসনে পাঠিয়েছিলেন।”
শফিক রেহমান গত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বাংলাদেশ টেলিভিশনে ‘লাল গোলাপ’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করতেন। অনুষ্ঠান শেষে তিনি আমন্ত্রিত অতিথিকে একটি লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাতেন।
বর্তমান সরকারের মেয়াদে ২০১০ সালে বেসরকারি টেলিভিশন বাংলাভিশনে এর প্রচার শুরু হয়।
No comments:
Post a Comment