Sunday, April 8, 2012

ডাকসু নির্বাচনে ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না


প্রতিদিন ২৪ ডেস্ক
নির্দিষ্ট সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন অনুষ্ঠানে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট

একই সঙ্গে অবিলম্বে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে কেন নির্দেশ
দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।  

শিক্ষা সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার ও প্রক্টরকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে
আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং আবেদনকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ

প্রসঙ্গত, গত ২১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৫ শিক্ষার্থীর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন 
এর আগে ডাকসু নির্বাচনে পদক্ষেপ নিতে গত ১১ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও ট্রেজারারকে ৩১ শিক্ষার্থীর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ উকিল নোটিশ পাঠান

No comments:

Post a Comment