ডিসিসি নির্বাচন বানচালের শঙ্কা অমূলক: হানিফ
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন বানচালের শঙ্কা উড়িয়ে দিলেন
ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।
শুক্রবার বিএনপি নেতা মওদুদ আহমদের সন্দেহ প্রকাশের
কয়েক ঘণ্টার মধ্যে তিনি সাংবাদিকদের বলেছেন,
“আওয়ামী লীগ নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচন বানচালের কোনো
সম্ভাবনা নেই।”
দুপুরে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য
মওদুদ বলেন, বিএনপির জয়ের
বিষয়টি আঁচ করে শেষ পর্যন্ত সরকার এই নির্বাচন আটকে দেবে।
আগামী ২৪ মে ঢাকার মহানগরীর দুই সিটি কর্পোরেশনে
নির্বাচন হবে। তবে, বৃহস্পতিবার
সুপ্রিম কোর্টের এক আইনজীবী নির্বাচন বন্ধে নির্বাচন কমিশনকে উকিল নোটিস পাঠিয়েছে।
তার যুক্তি, নতুন দুই সিটি কর্পোরেশনের সীমানা নির্ধারণ
সংক্রান্ত ধারাগুলো বাস্তবায়ন না করেই তফসিল ঘোষণা হয়েছে।
আওয়ামী লীগের ধানমণ্ডির কার্যালয়ে সন্ধ্যায় ঢাকা
দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর হানিফ সংবাদ
ব্রিফিংয়ে আসেন।
দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বৈঠকে অংশ
নিলেও সাংবাদিকদের মুখোমুখি হননি।
হানিফ বলেন, “আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। গণতন্ত্রের পূর্বশর্ত
স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন করার লক্ষ্যে তফসিল ঘোষণা করা
হয়েছে। আমরা ইতোমধ্যেই নির্বাচন সুষ্ঠু করার জন্য সব ধরনের কর্মসূচি গ্রহণ করেছি।”
বিএনপির নীতিনির্ধারকদের সন্দেহের সমালোচনা করে তিনি
বলেন, “বিএনপি কখনোই গণতন্ত্রে বিশ্বাসী নয়। তারা কোনো নির্বাচনে
বিশ্বাস করে না। তারা স্থানীয় নির্বাচন কেন, যে কোনো নির্বাচনেই ষড়যন্ত্রের গন্ধ খোঁজে।”
“তাদের ষড়যন্ত্রের অভিলাষ আছে কি না, সেটা পরবর্তীতে জানা যাবে। এ বিষয়ে সাংবাদিকদের সজাগ
দৃষ্টি রাখতে হবে,” বলেন হানিফ।
চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পরাজয়ের পর ঢাকার নির্বাচনে কতটা আশাবাদী- জানতে
চাইলে হানিফ সরাসরি উত্তর এড়িয়ে বলেন, “এই নির্বাচন নিয়ে দলের জনপ্রিয়তা যাচাই করার কোনো সুযোগ নেই।”
No comments:
Post a Comment