প্রতিদিন ২৪ ডেক্স
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টিতে পহেলা বৈশাখ উপলক্ষে কুইজ ছাড়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের হামলায় মঞ্জু (১৭) নামে এক শিবিরকর্মী নিহত হয়েছে।
শুক্রবার সকালে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে মঞ্জুকে কুপিয়ে হত্যা করা হয়। সংঘর্ষে ১০ জন আহত হয়।
নিহত ছাত্রশিবির কর্মীর মঞ্জু (১৭) পান্টি গ্রামের আবদুর রশিদের ছেলে। মঞ্জু পান্টি কলেজের এইচ,এসসি প্রথম বর্ষের ছাত্র।
পুলিশ জানায়, পহেলা বৈশাখ উপলক্ষে এলাকার কিছু যুবক কুইজ ছাড়ে। ওই কুইজ প্রতিযোগিতায় একটি প্রশ্ন ছিল- কত তারিখে আওয়ামী লীগ
ক্যাডাররা তাফসির মাহফিল বন্ধ করে দেয়? কুইজের এ প্রশ্নের জের ধরে সংঘর্ষের সূত্রপাত হয়।
ছাত্রশিবির কর্মীর নিহতের প্রতিবাদে
আগামীকাল(১৩-০৪-২০১২) কুষ্টিয়ার কুমারখালীতে অর্ধদিবস হরতালের ডাকদিয়েছে
ছাত্রশিবির।
প্রসঙ্গত, মাসখানেক আগে আন-নূর সংস্থার উদ্যোগে তাফসীর মাহফিলের আয়োজন করলে আওয়ামী লীগ নেতারা ওই মাহফিল বন্ধ করে দেয়। এনিয়ে মাহফিল আয়োজক বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের সাথে আওয়ামী লীগ নেতাদের দ্বন্দ্ব হয়।
পহেলা বৈশাখ উপলক্ষে কুইজে তাফসির মাহফিল বন্ধের প্রশ্ন দেয়ায় আপত্তি তোলে আওয়ামী লীগ। কুইজে এ ধরনের প্রশ্ন কেন করা হয়েছে এনিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা শুক্রবার বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলা চালায়।
সংঘর্ষের একপর্যায়ে আওয়ামী লীগ নেতা-কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে ওই কুইজের সাথে জড়িত থাকার অভিযোগে মঞ্জু নামে এক শিবিরকর্মীকে কুপিয়ে হত্যা করে। গুরুতর আহত ১০ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে পুলিশ নিহত মঞ্জুর লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, মাসখানেক আগে আন-নূর সংস্থার উদ্যোগে তাফসীর মাহফিলের আয়োজন করলে আওয়ামী লীগ নেতারা ওই মাহফিল বন্ধ করে দেয়। এনিয়ে মাহফিল আয়োজক বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের সাথে আওয়ামী লীগ নেতাদের দ্বন্দ্ব হয়।
পহেলা বৈশাখ উপলক্ষে কুইজে তাফসির মাহফিল বন্ধের প্রশ্ন দেয়ায় আপত্তি তোলে আওয়ামী লীগ। কুইজে এ ধরনের প্রশ্ন কেন করা হয়েছে এনিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা শুক্রবার বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলা চালায়।
সংঘর্ষের একপর্যায়ে আওয়ামী লীগ নেতা-কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে ওই কুইজের সাথে জড়িত থাকার অভিযোগে মঞ্জু নামে এক শিবিরকর্মীকে কুপিয়ে হত্যা করে। গুরুতর আহত ১০ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে পুলিশ নিহত মঞ্জুর লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
No comments:
Post a Comment