Friday, April 13, 2012

খুলনায় বর্ষবরণকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ


খুলনার দাকোপ উপজেলার সিংজোড়াতে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় এমপি ননী গোপাল মণ্ডল লাঞ্ছিত হয়েছে। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার বিকালে পহেলা বৈশাখ পালনকে কেন্দ্র করে বিবাদমান এমপি ননী গোপাল মণ্ডল এবং সাবেক হুইপ
ও খুলনা জেলা প্রশাসক শেখ হারুন-আর-রশীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুগ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি করে। এখনো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

No comments:

Post a Comment