আওয়ামী লীগের উদ্যোগে ঢাকা মহানগর আওয়ামী লীগের ব্যবস্থাপনায় বাংলা শুভ নববর্ষ ১৪১৯ বঙ্গাব্দ বরণ উপলক্ষে শনিবার সকাল সাতটায় ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত নববর্ষ মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
বিকেল পাঁচটায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, মন্ত্রী পরিষদের সদস্য, জাতীয় সংসদ সদস্য,
বিশিষ্ট নাগরিক, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মী, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করবেন।
বিশিষ্ট নাগরিক, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মী, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করবেন।
দলটি জানিয়েছে, এছাড়াও ১ বৈশাখ নববর্ষ বরণ উপলক্ষে দেশব্যাপী আওয়ামী লীগের সকল শাখা সংগঠন, সহযোগী ও দলের ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে। দেশব্যাপী অনুষ্ঠেয় এই সকল কর্মসূচি বাস্তবায়নে জেলা নেতা, স্থানীয় জাতীয় সংসদ সদস্য, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উদ্যোগ নিবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক শুভেচ্ছা বার্তায়, বাংলা শুভ নববর্ষ ১৪১৯ উপলক্ষে সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি নববর্ষকে বরণ করে দেশবাসীর কাছে আহবান জানিয়ে বলেন, ‘‘আসুন জাতীয় অগ্রগতি ও উন্নয়নের স্বার্থে সকল সঙ্কীর্ণ ভেদাভেদ ভুলে আবার আমরা মুক্তিযুদ্ধের স্বপ্নসাধ বাসত্মবায়নে জেগে উঠি, দিনবদলের সংগ্রামে ইষ্পাদদৃঢ় ঐক্য গড়ে তুলি। বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তোলার সংগ্রামে নবজাগরণ সৃষ্টি করি; গড়ে তুলি বাঙালি জাতির আলোকজ্জ্বল ভবিষ্যৎ।’’
No comments:
Post a Comment