Friday, April 13, 2012

টাঙ্গাইলে যুবলীগ কর্মী খুন


টাঙ্গাইলের দেলদুয়ারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন জেলা যুবলীগ কর্মী ফিরোজ আল মামুন (৩৫)।

বৃহস্পতিবার রাত ১০ টার দিকে দেলদুয়ার উপজেলার আগ এলাসিন তার নিজ বাড়ির সামনে তাকে কুপিয়ে ফেলে রেখে
যায় সন্ত্রাসীরা। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, রাতে এলাসিন ঘাট থেকে তিনি বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে পৌঁছতেই কয়েকজন সন্ত্রাসী তাকে এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে যায়। বাড়ির লোকজন উদ্ধার করে তাকে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

No comments:

Post a Comment