Thursday, April 12, 2012

ডিসিসি নির্বাচন: একক প্রার্থী দেবে আওয়ামী লীগ


ডিসিসি নির্বাচনে একক প্রার্থী দিতে চাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রার্থী সমর্থনের বিষয়ে ঢাকার দলীয় এমপিদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় নেতারা এ বিষয়ে গুরুত্বারোপ করেন। নেতারা দলীয় এমপিদের এ বিষয়ে সচেতন করে বলেন, ‘‘একক প্রার্থী না দেয়া হলে আওয়ামী লীগ এ নির্বাচন থেকে সুফল ঘরে
তুলতে পারবে না।’’

বুধবার আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা যায়, সূচনা বক্তব্যে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলীয় সভানেত্রী শেখ হাসিনার পক্ষে বলেন, ‘‘সৎ, যোগ্য, ত্যাগী এবং সমাজের সকলের কাছে গ্রহণযোগ্য এবং পরিচ্ছন্ন প্রার্থী সমর্থন দেবে আওয়ামী লীগ।’’

দলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে দেড়ঘণ্টাব্যাপী এই বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য কাজী জাফরউল্লাহ, অ্যাডভোকেট সাহারা খাতুন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী, এনামুল হক শামীম, ঢাকার সংসদ সদস্যদের মধ্যে আসলামুল হক আসলাম, কামাল আহমেদ মজুমদার, এ কে এম রহমতউল্লাহ, ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, নগর নেতাদের মধ্যে এম এ আজিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শাহে আলম মুরাদসহ মোট ৩১ জন।

বৈঠক সূত্র জানায়, সৈয়দ আশরাফ দলীয় এমপিদের বলেন,
‘‘দলীয় সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আপনারা কারো পক্ষে প্রচারণায় মাঠে নামবেন না। কারণ দল চাচ্ছে প্রতিটি ওয়ার্ডে একজন করে কমিশনার প্রার্থী থাক আওয়ামী লীগের।’’

এসময় এমপিদের পক্ষ থেকে ধানমণ্ডির আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘‘এমপিরা কোনো দায়িত্ব নিতে চান না। দল যাকে সমর্থন দিবে এমপিরা তাদের হয়ে কাজ করবেন।’’

সূত্র জানায়, মীরপুরের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার মেয়র প্রার্থীর নাম জানতে চাইলে সৈয়দ আশরাফ জবাবে বলেন, ‘‘এখানে নাম নিয়ে আলোচনা করতে বসিনি।’’ তিনি আরো বলেন, ‘‘কারো নাম নিয়ে আলোচনা কিংবা কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচন কমিশনের বিধিবিধান মেনে শান্তিপূর্ণভাবে সুষ্ঠু নির্বাচন কিভাবে করা সম্ভব, সে বিষয়ে আলোচনা করতেই এখানে বসা হয়েছে।’’

বৈঠক সূত্র আরো জানায়, আওয়ামী লীগ চাচ্ছে না সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কোনো ধরনের অনাকাঙ্খিত বিশৃঙ্খলা। এজন্য প্রতি এলাকার সংসদ সদস্যকে সতর্ক থাকার নির্দেশনাও দেয়া হয়েছে।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ বলেন, ‘‘স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের প্রার্থী বাছাই করা বা মনোনয়ন দেয়ার কোনো সুযোগ নেই। একমাত্র সমর্থন দেয়া ছাড়া আর কোনো কিছুরই আইনত সুযোগ নেই।’’

তিনি বলেন, ‘‘এখনই আওয়ামী লীগ কাউকে সমর্থন দিচ্ছে না। সকলের সাথে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’’

সূত্র জানায়, নির্বাচনী তফসিল ঘোষণার আগে থেকেই আওয়ামী লীগের বেশ কয়েকজন মেয়রপ্রার্থী ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এবং দক্ষিণে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন। তবে এখনো পর্যন্ত আওয়ামী লীগ কোনো প্রার্থী নির্ধারণ করেনি। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তুরস্ক থেকে আসার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

No comments:

Post a Comment