প্রতিদিন ২৪ ডেস্ক
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব সুলতানা সেতু এলাকায় রোববার
ভোরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে
বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে ডেমড়া থেকে ভুলতা যাওয়ার পথে একটি বাস (ঢাকা মেট্রো জ ১৪-১২৯৫) সুলতানা কামাল সেতু এলাকায় আসলে একদল দুর্বৃত্ত বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে
পালিয়ে যায়। স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে ডেমড়া থেকে ভুলতা যাওয়ার পথে একটি বাস (ঢাকা মেট্রো জ ১৪-১২৯৫) সুলতানা কামাল সেতু এলাকায় আসলে একদল দুর্বৃত্ত বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে
এ সময় স্থানীয় লোকজন আগুন দেখে ছোটাছুটি করে এসে আগুন নেভানোর চেষ্টা করে।
খবর পেয়ে ডেমড়া দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে বাসটি পুড়ে ছাই হয়ে যায়।
এ ব্যপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুর রহমান জানান, বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত দুর্বৃত্তদের আটকের চেষ্টা চলছে।
No comments:
Post a Comment