রেল মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সুরঞ্জিত সেনগুপ্তের পদত্যাগকে সরকারের
দুর্নীতির বিরুদ্ধে জনগণের প্রাথমিক বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী
কমিটির সদস্য মওদুদ আহমদ।
সেই সঙ্গে মওদুদ বলেন, সংবিধান অনুযায়ী সুরঞ্জিতকে এককভাবে দোষারোপ করলে হবে না। এর দায়িত্ব পুরো সরকারকে নিতে হবে। প্রধানমন্ত্রীর উচিত হবে,
জাতির
কাছে ক্ষমা চাওয়া।সেই সঙ্গে মওদুদ বলেন, সংবিধান অনুযায়ী সুরঞ্জিতকে এককভাবে দোষারোপ করলে হবে না। এর দায়িত্ব পুরো সরকারকে নিতে হবে। প্রধানমন্ত্রীর উচিত হবে,
অন্যদিকে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন স্থগিত করার মধ্য দিয়ে জনগণের কাছে সরকারের পরাজয় হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, এই দুটি ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, সরকারের পায়ের নিচে মাটি নেই। সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় মওদুদ আহমদ এসব কথা বলেন। দেশনেত্রী ফোরাম নামের একটি সংগঠন ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা, ৭০ লাখ টাকার দুর্নীতি কেলেঙ্কারি ও সরকারের ভূমিকা’ শীর্ষক ওই আলোচনার আয়োজন করে।
রেলপথ মন্ত্রণালয়ের অর্থ কেলেঙ্কারির ঘটনাকে ‘বরফ কুণ্ডলীর একটি বিন্দুমাত্র’ উল্লেখ করে মওদুদ আহমদ দাবি করেন, দুর্নীতির প্রসারতা কত, তা এ ঘটনায় প্রমাণিত হয়েছে। দুই-তিনজন মন্ত্রী বাদে সব মন্ত্রী দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। যার ফলে প্রশাসন দুর্বল হয়ে গেছে। সমস্যাগুলো সমাধান হচ্ছে না।
সুরঞ্জিত সেনগুপ্ত জনগণের দাবির মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন মওদুদ। তিনি বলেন, শুধু পদত্যাগই যথেষ্ট নয়। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনেরও দাবি জানান।
ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের ওপর তিন মাসের স্থগিতাদেশ প্রসঙ্গে মওদুদ আহমদ বলেন, এটি নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের একটি অংশ। কারণ সরকার জানে, নির্বাচন হলে তারা বিপুলভাবে পরাজিত হবে। এ নির্বাচন হলে প্রমাণিত হতো সরকারের কোনো জনপ্রিয়তা নেই।
অনুষ্ঠানে বিএনপির নেতা নাজিম উদ্দিন আলম, রুহুল কুদ্দুস তালুকদার, আয়োজক সংগঠনের সভাপতি শহিদ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
No comments:
Post a Comment