Wednesday, April 4, 2012

বিএনপি উড়ে এসে জুড়ে বসা দলঃ প্রধানমন্ত্রী



প্রতিদিন ২৪ ডেস্ক


প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘যারা উড়ে এসে জুড়ে বসে দল গঠন করে তারা দেশের প্রয়োজন কি বোঝে না। তারা জনগণের উন্নয়ন করবে না এটাই স্বাভাবিক।
কারণ তারা হঠাৎ করে দল গঠন করে। জনগণের প্রতি তাদের কোন দায়িত্ব থাকে না।’ 

শনিবার গণভবনে নারায়ণগঞ্জ জেলার আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে মত বিনিময়কালে বিএনপিকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।


সমুদ্র বিজয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমরা সমুদ্রসীমায় যে অধিকার পেতে পারি সে বিষয়ে বঙ্গবন্ধু আইন করেছিলেন। এর পরে আর কেউ এখানে হাত দেয়নি। দীর্ঘ দিন পর আমরা ক্ষমতায় এসে সমুদ্রসীমায় অধিকার প্রতিষ্ঠার উদ্যোগ নিই। আমরা বাংলাদেশের অধিকার আদায়ে সক্ষম।’  

এ সময় ‘৯০ দিন পার হয়ে যাচ্ছিলো বলে খালেদা জিয়া সংসদ সদস্য পদ বাঁচানোর জন্য সংসদে এসেছিলেন’ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 

তিনি আরো বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তির কাছ থেকে তারা টাকা নিয়ে নির্বাচন করেছে। এ খবর খালিজ টাইমসসহ বিশ্বের বিভিন্ন পত্র-পত্রিকায় ছাপা হয়েছে। এতে তাদের প্রকৃত চরিত্র উন্মোচন হয়েছে। তারা উন্নয়নে বিশ্বাস করে না। তাই জনগণের উন্নয়ন তারা করবে না।’

No comments:

Post a Comment