প্রতিদিন ২৪ ডেস্ক
আওয়ামী লীগ ও বিএনপির মারামারিতে জনগণ আজ বিরক্ত মন্তব্য করে এইচ এম এরশাদ বলেছেন, তারা ক্ষমতায় গেলে এই মারামারি শেষ হবে।
শুক্রবার গাজীপুরে এক জনসভায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “আমরা শান্তি চাই, মারামারি চাই না। লাঙল আপনাদের মঙ্গল করতে পারবে, সুখ দিতে পারবে।”
এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি ক্ষমতাসীন মহাজোটে থাকলেও আগামী নির্বাচন এককভাবে করার ঘোষণা দিয়েছে। জনসভায়ও তিনি বলেন, “কোনো জোটে নয়, একলা পথ চলা শুরু হয়েছে।”
সরকারের সমালোচনা করে এরশাদ বলেন, “খবরের কাগজ খুললেই দেখা যায়, দেশে আজ গ্যাস নেই, বিদ্যুৎ নেই, পানি নেই, দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ নেই। বিদ্যুৎ ও গ্যাসের অভাবে গার্মেন্টস শিল্প ধংস হয়ে যাচ্ছে। শ্রমিকরা আজ নিঃস্ব। মানুষের মনে শান্তি নেই। চলা, বলা, খাওয়া কোনো কিছুতেই শান্তি নেই।”
“চলতে গেলে যানজট, খাবারে বিষ, বলতে গেলে পুলিশ ধরে নিয়ে যায়। বাংলার মানুষ আজ জেগে উঠেছে। এ সব থেকে তারা মুক্তি চায়। আমি ক্ষমতায় এলে আবার সব হবে,” বলেন গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানো এই সামরিক শাসক।
স্বাধীনতা দিবস উপলক্ষে গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ি কলেজ মাঠে জেলা জাতীয় পার্টি আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন এরশাদ।
জাতীয় পার্টির জেলা সভাপতি কাজী মাহমুদ হাসানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সহসভাপতি আনোয়ারা বেগম, আব্দুস সাত্তার মিয়া, খন্দকার আব্দুস সালাম, জেলা সাধারণ সম্পাদক নূরুল ইসলাম প্রমুখ।
No comments:
Post a Comment