Wednesday, April 4, 2012

আগামী ১১ ও ২৫ এপ্রিল দেশজুড়ে বিএনপি’র বিক্ষোভ



প্রতিদিন ২৪ ডেস্ক


ঢাকা, ৩১ মার্চ: আগামী এপ্রিল মাসের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ১১ এপ্রিল দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ, পানি, গ্যাস সংকটের কারণে সারাদেশে
বিক্ষোভ করবে দলটি। অন্যদিকে হত্যাগুম, আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে ২৫ এপ্রিল মহানগরসহ সারাদেশে বিক্ষোভ পালন করা হবে।

এদিকে ৪ এপ্রিল হরতাল দেয়ার  গঞ্জন শুনা গেলেও এ ব্যাপারে শনিবারের কর্মসূচি থেকে কোনো সে বিষয়ে কিছুই বলেননি বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার নয়া পল্টনে দলীয় অফিসের সামনে চারদলীয় জোটের বিক্ষোভ সমাবেশে এসব কমসূচি তিনি ঘোষণা করেন।

মহানগর আহবায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আববাস, আবদুল মঈন খান, আবদুল্লাহ আল নোমান, আমান উল্লাহ আমান, ফজলুল হক মিলন, জয়নুল আবদীন ফারুক, আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জামায়াতে ইসলামীর অধ্যাপক মজিবুর রহমান, হামিদুর রহমান আযাদ, এ টি এম মাসুদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব শামীম আল মামুন বক্তব্য রাখেন।

কর্মসূচি ঘোষণা শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘ক্ষমতাসীনদের হাতে গণতন্ত্র আজ বন্দি হয়ে গেছে। বন্দিদশা থেকে গণতন্ত্রকে উদ্ধার করতে হলে হলে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবন্ধ হয়ে আন্দোলন করতে হবে।’’

আওয়ামী লীগকে উদ্দেশ তিনি বলেন, ‘‘জনগণকে যদি বিশ্বাস করেন তাহলে আসুন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করি। তারপর খেলা আরম্ভ করি। কে জেতে কে হারে দেখা যাবে।’’

তিনি বলেন, ‘‘সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলেই তারা এখন জনগণের ভোটে ক্ষমতা আসতে চায় না। তাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায়।’’

ফখরুল বলেন, ‘‘আপনাদের দুর্নীতির কারণে বিদ্যুতের  দাম দফায় দফায় বাড়ছে। দাম বাড়াচ্ছেন কিন্তু লোডশেডিংও কমাতে পারছে না। আপনাদের পতনের জন্য বিদ্যুৎ ইস্যুই যথেষ্ট।’’ 

৯০ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার না দিলে আপনারা পালানোর পথ খুঁজে পাবেন না উল্লেখ করে তিনি বলেন, ‘‘আমরা আপনাদের অনেক সুযোগ দিয়েছি এর পর আর সুযোগ দেয়া হবে না।’’

তিনি বলেন, ‘‘আপনারা জনগনের সাথে প্রত্যেকটি বিষয় নিয়ে প্রতারণা করছেন। টিপাইমুখ বাঁধের ব্যাপারে আপনারা মৌন সম্মতি দিচ্ছেন অন্যদিকে আপনারা বলছেন দেশের কোনো ক্ষতি হলে টিপাইমুখ বাঁধ করতে দেয়া হবে না।’’

সরকারের কথা ও কাজে কোনো মিল নেই জানিয়ে তিনি বলেন,  ‘‘তারা আবরো ৭১ পরিবর্তী শাসন শুরু করেছে।

No comments:

Post a Comment