প্রতিদিন ২৪ ডেস্ক
ঢাকা, ৩১ মার্চ: শনিবার দুপুর ১২টায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
এতে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সব কর্মকর্তা, সদস্যবৃন্দ এবং নারায়ণগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি, দলের জাতীয় সংসদ সদস্যগণ, সিটি কর্পোরেশনের মেয়র ও দল সমর্থিত কাউন্সিলার, জেলা পরিষদের প্রশাসক, সব উপজেলা, থানা এবং পৌর, ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের জেলা ও উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকগণ উপস্থিত থাকবেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
No comments:
Post a Comment