Wednesday, April 4, 2012

নয়া পল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ বিকালে



প্রতিদিন ২৪ ডেস্ক


ঢাকা, ৩১ মার্চ: বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের বিক্ষোভ সমাবেশ শনিবার। বিকাল ৩টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ থেকে বিদ্যুতের দাম
বাড়ানোয় প্রতিবাদসহ জনসম্পৃক্ত নানা ইস্যুতে সিরিজ কর্মসূচি ঘোষণা করা হবে। বৃহস্পতিবার চারদলীয় জোটের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।


১২ মার্চের মহাসমাবেশে বাধা ও হামলা এবং সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করছে চারদলের মহানগর শাখা। হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী পুণ্যস্নান থাকায় ২৯ মার্চের হরতাল বাতিল করে ঢাকায় এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

কর্মসূচি সফল করতে মহানগর চারদল শুক্রবার নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে বৈঠক করেছে। ঢাকা মহানগর আহবায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, জামায়াতের ঢাকা মহানগর নায়েবে আমির হামিদুর রহমান আযাদ এমপি ও মহানগর সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুল, ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগর সভাপতি মাওলানা আবুল কাশেম ও মাওলানা শেখ লোকমান হোসেন। এছাড়া সম্প্রসারিত জোটের নেতারাও ছিলেন বৈঠকে।

বৈঠকে বিক্ষোভ সমাবেশের বড় ধরনের শোডাউনের পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানা গেছে। ব্যাপক লোকসমাগম করতে বিএনপিসহ চারদলের মহানগর ইউনিটগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

বৈঠকে সাদেক হোসেন খোকা বলেন, “মামলা দিয়ে জনগণের আন্দোলন থেকে তাকে সরানো যাবে না। সরকার ষড়যন্ত্রমূলক দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দিয়ে তার বিরুদ্ধে মামলা করিয়েছে।”

তিনি বলেন, “বর্তমান সরকার প্রতিহিংসাপরায়ণ। তারা জনগণের কল্যাণের কথা ভুলে নিজেদের আখের গোছাতে ব্যস্ত। শেয়ারবাজার ধ্বংস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জ্বালানি তেলের মূল্য বাড়ানোর ফলে নিঃশেষ হয়ে মানুষ আত্মাহুতি দিচ্ছে।”

No comments:

Post a Comment