Wednesday, April 4, 2012

তারেকের বিরুদ্ধে আদালতের কোনো রায় টিকবে না: ব্যারিস্টার রফিকুল


প্রতিদিন ২৪ ডেস্ক
ঢাকা, ৩১ মার্চ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, “২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হয়েছে। রাজনৈতিক
প্রতিহিংসায় করা মামলায় তার বিরুদ্ধে উচ্চ আদালত কোনো রায় দিলে সেটি টিকবে না।”
শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া ও তারেক রহমানের ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এ কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মেজর অব. এমএম মেহবুব রহমান।
ব্যারিস্টার রফিকুল ইসলাম বলেন, “গ্রেনেড হামলা মামলায় ২০০৮ সালের জুন মাসে ২২ জনের বিরুদ্ধে চার্জশিট হয়েছে। সেখানে তারেক রহমানের নাম ছিল না। পরে সরকারের পছন্দের লোককে তদন্ত কাজে নিয়োগ দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে তারেকের নামসহ ৩০ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়।”
তিনি বলেন, “ওই মামলায় ৬০ জন সাক্ষীর কেউই তারেকের বিরুদ্ধে সাক্ষ্য দেননি। পরে মুফতি হান্নানের মুখ থেকে তারেকের বিরুদ্ধে জোরপূর্বক জবানবন্দি আদায় করা হয়। কিন্তু মুফতি হান্নান চাপের মুখে জবানবন্দি দেয়ার কথাটি স্বীকার করেন।”
অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবি জানান ব্যারিস্টার রফিক। না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
মানববন্ধনে আরো বক্তৃতা করেন যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতুল্লাহ, জাগপা’র সাধারণ সম্পাদক খন্দকার লুৎফুর রহমান, সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন, সহ-সভাপতি হুমায়ুন কবির বেপারী, কালাম ফয়েজি।
অনুষ্ঠান পরিচালনা করেন মঞ্জুর হোসেন ইসা।

No comments:

Post a Comment