রাজনীতির
মাঠকে উত্তপ্ত করার জন্য বিএনপি নেতা ইলিয়াস আলীকে অপহরণ করার ঘটনা ঘটানো হতে পারে
বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি অভিযোগ করেন, “বিএনপির
এটাকে ইস্যু করে আন্দোলন চাঙ্গা
করার চেষ্টা করছে। আন্দোলনের নামে কোনো অস্থিতিশীল
পরিবেশ তৈরি করার চেষ্টা করা হলে তা বরদাশত করা হবে না।”
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘রাজনীতির সুস্থধারা ও গণতন্ত্র প্রেক্ষাপট
বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, “ইলিয়াস আলীকে সরকার বা কোনো সংস্থা গুম করবে
আমি বিশ্বাস করতে পারছি না।” হঠাৎ করে শান্ত রাজনীতিতে গুম, অপহরণের
রাজনীতি চালু হয়েছে তা খতিয়ে দেখার জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রতি আহবান জানান
তিনি।
গুম, অপহরনের রাজনীতি জিয়াউর রহমান শুরু করেছিল
উল্লেখ করে
তিনি বলেন, “এই গুম, অপহরণের রাজনীতি থেকে আজ পর্যন্ত আমরাও বের হতে
পারছি না।”
দুটি রাজনৈতিক দলের মধ্যে বিভেদ সৃষ্টিতে সুশীল সমাজ কাজ করছে দাবি করে
তিনি বলেন, “রাজনৈতিক মাঠকে গরম করার জন্য তারা তৃতীয় শক্তি
হিসেবে কাজ করছে। এদের ব্যাপারে সব রাজনৈতিক দলকে সজাগ থাকতে হবে।”
তিনি বলেন, “শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার যখন শেষ মুহূর্তে
এসে পৌঁছে ঠিক তখন রাজনীতির মাঠকে এভাবে উত্তপ্ত করার পেছনে মৌলবাদীদের কোনো হাত
আছে কী না তা দেখতে হবে।”
No comments:
Post a Comment