Saturday, April 21, 2012

একা চলাফেরা ও বেশি রাতে ঘরের বাইরে থাকতে নিষেধ



ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর বিএনপির নেতাদের একা চলাফেরা করতে দলের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। বিশেষ করে, বেশি রাতে ঘরের বাইরে না থাকতে বলা হয়েছে। দলীয় প্রধান খালেদা জিয়া সবাইকে সাবধানে চলাফেরা ও সতর্ক থাকতে বলেছেন বলে সংবাদ
মাধ্যমে খবর প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, ইলিয়াস আলীকে সরকারের লোকজন তুলে নিয়ে গেছে বা গুম করেছে। বৃহস্পতিবার বিকেলে বিএনপির যৌথ সভা শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইলিয়াস আলীকে সরকার ফেরত দিলে রোববারের হরতাল প্রত্যাহার করা হবে। আর ফিরিয়ে না দিলে লাগাতার হরতাল দেবে বিএনপি। বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে বলা হয়েছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সারা দেশে এ পর্যন্ত দলটির ২২ জন নেতা-কর্মী গুম বা নিখোঁজ হয়েছেন। এর মধ্যে ঢাকা থেকে তাঁদের আটজন নেতা নিখোঁজ হন। তাঁরা হলেন: বিএনপির ঢাকা মহানগরের নেতা চৌধুরী আলম, যশোরের বিএনপি নেতা নাজমুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা শামীম হাসান ওরফে সোহেল, ঢাকার ৫০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন, বিএনপি কর্মী মাসুদ হোসেন, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি ইফতেখার আহমেদ ওরফে দিনার ও কর্মী জুনায়েদ আহমেদ এবং সর্বশেষ ইলিয়াস আলী। এদের মধ্যে কেবল দুজন নাজমুল ইসলাম ও ইসমাইল হোসেনের লাশ পাওয়া গেছে। বাকিদের কোনো খোঁজ মেলেনি। 

No comments:

Post a Comment