প্রতিদিন ২৪ ডেস্ক
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে
নেতাকর্মীদের সংঘর্ষ বেঁধেছে। বিএনপির একটি বিক্ষোভ মিছিলে পুলিশ হামলা চালালে এ
সংঘর্ বাধে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
বেশ কিছুক্ষণ ধরে পুলিশের সঙ্গে চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া। এক পর্ যায়ে পুলিশের ছোঁড়া টিয়ারসেলে পুরো এলাকায় ধোঁয়া ছড়িয়ে
পড়ে। এতে
অনেকেই আহত হন। চোখে মুখে দেখতে না পেয়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরু হয়। বেশ কিছুক্ষণ ধরে পুলিশের সঙ্গে চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া। এক পর্ যায়ে পুলিশের ছোঁড়া টিয়ারসেলে পুরো এলাকায় ধোঁয়া ছড়িয়ে
নয়াপল্টন, বিজয়নগর, ফকিরাপুল, শান্তিনগর, আরামবাগ ও পল্টন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
টিয়ারসেলে ছত্রভঙ্গ হয়ে বিক্ষোভকারীরা আশেপাশের অলিগলিতে অবস্থান নেয়।
বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নয়াপল্টন থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হলে পুলিশ তার ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের একজন জানান, বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে লা-লুনা চাইনিজ রেস্তঁরার সামনে দিয়ে যাওয়ার সময় পুলিশ তা আটকে দেয়। এসময় নেতা-কর্মীদের সঙ্গে বাক-বিতণ্ডা শুরু হলে এ পর্ ায়ে সংঘাতে রূপ নেয়।
বোমার শব্দে প্রকম্পিত নয়াপল্টন এলাকা। সন্ধ্যা ৬টা দিকে পর পর ছটি হাত বোমা বিষ্ফোরণ ঘটেছে।
এর আগে পুলিশের সঙ্গে বিএনপি নেতা কর্মীদের সংঘর্ষে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
No comments:
Post a Comment