Thursday, April 19, 2012

বিএনপি কূটনীতিকদের কাছে সহায়তা চেয়েছে ইলিয়াসকে উদ্ধারে


প্রতিদিন ২৪ ডেস্ক
বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠকে বিএনপি অভিযোগ করেছে, দলটির নিখোঁজ হওয়া সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে সরকারই গুম করেছে। বিএনপি আরো অভিযোগ করেছে, বর্তমানে দেশে এক ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। সরকার বিএনপির সাংগঠনিক ক্ষমতাসম্পন্ন তরুণ নেতাদের বাছাই করে গুম করছে।

এ সময় বিএনপি নেতারা এসব গুম ও খুন বন্ধে উপস্থিত কূটনীতিকদের দেশের কাছে এবং তাদের মাধ্যমে জাতিসঙ্ঘের কাছে সহায়তা কামনা করেন।
রাজধানীর গুলশানের একটি হোটেলে ইলিয়াস আলীর নিখোঁজ বিষয়ে বিদেশি রাষ্ট্রদূতদের সাথে এক বৈঠকে আজ বৃহস্পতিবার এ অভিযোগ করেন বিএনপির সিনিয়র নেতারা।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, রাজনৈতিক কারণে সম্প্রতি দেশে গুমের ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে বিরোধীদলে যেসব তরুণ নেতা সাংগঠনিকভাবে শক্তিমান তাদের বেছে বেছে গুম ও হত্যা করা হচ্ছে। এর মাধ্যমে সরকার ভীতিকর পরিবেশ সৃষ্টি করে বিরোধীদলকে আন্দোলন থেকে দূরে রাখার চেষ্টা করছে।
এ ব্যাপারে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী নয়া দিগন্তকে বলেন, ‘আমরা বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর গুম হয়ে যাওয়ার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। এম ইলিয়াস আলীর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় বিএনপি ও তার পরিবারের উদ্বেগের বিষয়টি কূটনীতিকদের সামনে তুলে ধরা হয়েছে। আমরা কূটনীতিকদের মাধ্যমে নিজ নিজ দেশের কাছে বিষয়টি গুরুত্ব তুলে ধরার আহ্বান জানিয়েছি। এর মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলো আমাদের সরকারের প্রতি চাপ প্রয়োগ করে যাতে বিষয়টির দ্রুত সুরাহা করে সে জন্য সহায়তা চেয়েছি। কূটনীতিকরা আমাদের বিষয়টি উপলব্ধি করেছেন। তারা তাদের সরকারের কাছে বিষয়টি তুলে ধরবেন বলে আশ্বাস দিয়েছেন।
বিকেল সাড়ে তিনটায় শুরু হয়ে এই বৈঠক চলে ৪টা ২৬ মিনিট পর্যন্ত।
বৈঠকে বিএনপির প থেকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, ভাইস চেয়াারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাংবাদিক শফিক রেহমানসহ সিনিয়র নেতারা।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতিনিধিসহ যুক্তরাজ্য, নেদারল্যান্ড, জার্মানি, অস্ট্রেলিয়া, তুরস্ক এবং ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা বৈঠকে অংশ নেন।


No comments:

Post a Comment