Wednesday, April 11, 2012

সরকার দলীয় ক্যাডারদের তাণ্ডব


সরকারার দলীয় ক্যাডারদের দাবি মতো চাঁদা না দেয়ায় একটি পরিবার মানবেতর জীবনযাপন করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার বেলা ১১টায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ভুক্তভুগি নজরুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম শিল্পি। তারা ১৩৭৯ নং পূর্বকদমতলী  মাদ্রাসা রোডে বাস করেন।


এসময় শিল্পি বলেন, ওরা আমার ছেলের ভাতের প্লেট লাথি মেরে ফেলে দিয়েছে। বাড়ির বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করেছে। প্রবল বর্ষণের সময় বাড়ির আসবাবপত্র বাহিরে ফেলে দিয়েছে। বাড়ির লোকজনকে বেদম মারধর করে, ঘরের গ্রীল চালের টিন পর্যন্ত খুলে নিয়ে যায়। ঘরের দরাজায় তালা লাগিয়ে দেয়। আমি ছোট শিশু সন্তানদের নিয়ে একদিকে আতঙ্ক অন্য দিকে মানবেতর ভাবে বসবাস করছি।

সাংবাদিক সম্মেলনে শিল্পির স্বামী নজরুল ইসলাম শিশু কন্যা সুমাইয়া আক্তার, সুরাইয়া আক্তারসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে রাবেয়া বেগম শিল্পি অভিযোগ করেন, তারা স্বামী নজরুল ইসলামের নিকট দীর্ঘ দিন ধরে মহানগর ৫৩ নং ওয়ার্ড ( সাবেক ৮৯) স্বেচ্চাসেবক লীগের সেক্রেটারি সেবক দেওয়ান, এমডি সোহেল মামুন ওরফে জমি মামুন, রফিকুল ইসলাম, রুবেল, সোহাগ পলাশসহ অজ্ঞাত আরো ১০/১৫ জন সন্ত্রাসী পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা নজরুল ইসলামকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে এলাকা ছাড়া করে এবং কয়েক দফা বাড়িতে হামলা চালায়। থানায় এ ব্যাপারে মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে আদালতে মামলা করি। আদালত থেকে মামলাটি কদমতলী থানায় স্মারক নং ২৯৪ তাং ১ মার্চ ২০১২ নথিভুক্ত হয়। এছাড়া নজরুল ইসলাম এদের বিরুদ্ধে কদমতলী থানায় একাধিক জিডি করেছেন।

শিল্পি অভিযোগে করেন, চাঁদা না পেয়ে ওই সন্ত্রাসীরা গত ৬ এপ্রিল দুপুরে অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। এ সময় প্রবল বর্ষণ হচ্ছিল। তারা অমানবিক ভাবে আমাদের বাড়ির আসবাবপত্র বাহিবে ফেলে দেয়। আমার শিশু সন্তানের ভাতের প্লট লাথি মেরে ফেলে দেয়। বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন এবং ঘরের বাহির থেকে তালা লাগিয়ে দেয়। সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করার অভিযোগ করেন তিনি।

No comments:

Post a Comment