সহকারী
একান্ত সচিবের (এপিএস) অর্থ কেলেঙ্কারির ঘটনায় রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে
সতর্ক করেছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সুরঞ্জিত সেনগুপ্তকে উদ্দেশ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনি নিজেকে কলুষিত করতে না চান, তাহলে এসব কর্মকর্তার বিরুদ্ধে শুধু ব্যবস্থা নয়, তাঁদের আইনের হাতে সোপর্দ করতে হবে। আইনের মাধ্যমে প্রমাণ হবে কারা এই ঘটনার
সঙ্গে জড়িত ছিল। একজন বা দুজনের জন্য আমাদের
দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে না। আমাদের কথা পরিষ্কার, রেলভবন হাওয়া ভবন হতে পারে না।’সুরঞ্জিত সেনগুপ্তকে উদ্দেশ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনি নিজেকে কলুষিত করতে না চান, তাহলে এসব কর্মকর্তার বিরুদ্ধে শুধু ব্যবস্থা নয়, তাঁদের আইনের হাতে সোপর্দ করতে হবে। আইনের মাধ্যমে প্রমাণ হবে কারা এই ঘটনার
আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স এক আলোচনা সভায় মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
গত সোমবার রাতে রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুক তালুকদারকে বহনকারী একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়ার পর তা নিয়ে সমালোচনার পর গতকাল তাঁকে সাময়িক বরখাস্ত করেন সুরঞ্জিত সেনগুপ্ত।
No comments:
Post a Comment