Wednesday, April 4, 2012

মাওলানা আবুল কালামকে গ্রেফতারের নির্দেশ


প্রতিদিন ২৪ ডেস্ক   

মাওলানা আবুল কালাম আযাদের বিরুদ্ধে মানবতা-বিরোধী অপরাধের অভিযোগ ‘সুষ্ঠু ও কার্যকর’ তদন্তের স্বার্থে তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মঙ্গলবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন প্রসিকিউটর জানিয়েছেন২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতারের কথাও বলেছেন ট্রাইব্যুনাল

এর আগে রাষ্ট্রপক্ষ সোমবার নির্ধারিত দিনে আবুল কালামের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করে রাষ্ট্রপক্ষের কৌসুলি সৈয়দ হায়দার আলী ট্রাইব্যুনালকে বলেনআবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে মুক্তিযুদ্ধকালে তিনি ফরিদপুরের বিভিন্ন স্থানে পাকিস্তানি সেনাদের সঙ্গে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের সঙ্গে জড়িত ছিলেন তদন্তকারী কর্মকর্তা ফরিদপুরে তার অপরাধের তদন্ত করতে গিয়ে নানা ধরনের বাধার সম্মুখীন হয়েছেন বলেও অভিযোগ করা হয়

No comments:

Post a Comment