প্রতিদিন ২৪ ডেস্ক
9
April: নির্বাচন
কমিশনের
তাগিদে প্রচারনামূলক বিলবোর্ড সরিয়ে নেয়া শুরু করেছেন ডিসিসি নির্বাচনের
সম্ভাব্য প্রার্থীরা। আগামী দু-তিন দিনের মধ্যেই রাজধানীর সব নির্বাচনী
বিলবোর্ড-ব্যানার সরিয়ে নেয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তারা। তবে, তফসিলের পরে
প্রচারনার জন্য বেধে দেয়া ২১ দিন সময়কেও যথেষ্ট মনে করছেন না
বেশিরভাগ প্রার্থী।
নির্বাচন
কমিশনের ঘোষণা অনুযায়ী, চলতি মাসের মাঝামাঝি সময়েই হতে পারে ঢাকার দুই সিটি
কর্পোরেশনের নির্বাচনী তফসিল। কিন্তু এর অনেক আগে থেকেই সম্ভাব্য প্রার্থীদের
নির্বাচনী প্রচারনায় মুখর বিভিন্ন এলাকা। প্রচারনা চলেছে বিলবোর্ড-ব্যানারেও।
তফসিল
ঘোষনার আগের এমন প্রচারনা নাগরিক সমাজের সমালোচনার মুখে পড়ে। প্রশ্ন ওঠে নির্বাচন
কমিশনের ভূমিকা নিয়েও। এমন অবস্থায়,গত বুধবার নিজ নিজ উদ্যোগেই প্রচারনামূলক সব
সরঞ্জাম প্রার্থীদের সরিয়ে নেয়ার তাগিদ আসে প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ
থেকে।
আর এই
তাগিদেই টনক নড়েছে সম্ভাব্য প্রার্থীদের। অনেকেই শুরু করেছেন প্রচারনামূলক
বিলবোর্ড সরানোর কাজ। তবে, সব ব্যানার -বিলবোর্ড সরাতে সময় লাগবে আরো দু-তিনদিন।
নিয়ম
অনুযায়ী, তফসিল ঘোষনার পর আনুষ্ঠানিক প্রচারনা চালাতে ২১ দিন সময় থাকবে
প্রার্থীদের জন্য। নানা বিধিনিষেধের মধ্যে ২১ দিনে পুরো নির্বাচনী এলাকায়
প্রচারনা চালানো অনেকাংশেই কঠিন বলে মত সম্ভাব্য প্রার্থীদের।
তবে,
যাই হোক না কেন, নির্বাচনী বিধিনিষেধ মেনে চলার আশ্বাস মিলেছে সম্ভাব্য
প্রার্থীদের কন্ঠে। প্রত্যাশা সুষ্ঠু নির্বাচনের। আর সেজন্য আপাতত তাদের অপেক্ষা
নির্বাচনের তফসিল ঘোষনা।
No comments:
Post a Comment