প্রতিদিন ২৪ ডেস্ক
অবশেষে ভোল পালটালেন দিপুমনি শুধু বাংলাদেশ নয় ২ দেশের জয় হয়েছে
আন্তর্জাতিক মামলার
রায়ে মিয়ানমার ও বাংলাদেশ দুই দেশেরই জয় হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা.
দীপু মনি। তিনি রোবববার পররাষ্ট্রমন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
রায়ের
ব্যাখ্যা করে দীপু মনি বলেন, ‘‘মামলার রায়ে দুই পক্ষই ‘ন্যায্য’ রায়
পেয়েছে। এটি দু’দেশেরই
জয়।’’
তিনি
আরো জানান, মুক্তিযুদ্ধে বিদেশিদের আরো সম্মাননা অনুষ্ঠান এ বছরই হবে, আমেরিকার
সঙ্গে টিফা চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে ও বাংলাদেশের বর্তমানে ছয় বা সাত জন
মার্কিন সেনা রয়েছে।
সমুদ্রসীমার
রায় নিয়ে রাজনৈতিক বিতর্কের প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘কোনো
মামলায় ন্যায্য রায় হলে দুই পক্ষই ন্যায্য সুবিধা পায়।
তেমনি এ ক্ষেত্রেও
বাংলাদেশ ও মিয়ানমার ন্যায্য সুবিধা পেয়েছে। ১৪ মার্চ জার্মানির
আন্তর্জাতিক আদালতে মামলার রায়ে মিয়ানমারও এজন্য খুশি।
মিয়ানমার মামলার আগে
নিজেদের অধিকারের চেয়ে বেশি চেয়েছিল। রায়ে তারা কম পেয়েছে।’’ তিনি বলেন, রায়
নিয়ে গোপনীয়তার কিছু নেই। সবকিছুই আন্তর্জাতিক আদালতের ওয়েবসাইটে রয়েছে।’’
সরকারকে
বিএনপির দেয়া ধন্যবাদ ফিরিয়ে নেয়া প্রসঙ্গে দীপু মনি বলেন, ‘‘তিনি
(খালেদা) তো সংসদে ওই বক্তব্য দিয়েছেন। এখন কিভাবে ওই বক্তব্য
ফিরিয়ে নেবেন, সেটা তাদের বিষয়। অবশ্য নিজের নাক কেটে যারা পরের যাত্রা ভঙ্গ করে তাদের লজ্জাজনক, নেতিবাচক
ও ন্যক্কারজনক বক্তব্যের জবাব দেয়ার প্রয়োজন নেই।’’
ঢাকায়
আমেরিকার স্পেশাল ফোর্সের অবস্থান প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে
আমেরিকার স্পেশাল ফোর্সের ৬/৭ জন সদস্য আছেন।
তারা প্রশিক্ষণের
স্বার্থে রয়েছেন। তবে বাংলাদেশে আমেরিকার কোনো সেনা ঘাঁটি নেই এবং বাংলাদেশে
আমেরিকার ঘাঁটি করার কোনো পরিকল্পনা চিন্তার মধ্যেও নেই।’’
আমেরিকা-বাংলাদেশ
সামরিক সংলাপ নিয়ে তিনি জানান, ১৯ এপ্রিল এ সংলাপ হবে।
শুধু আমেরিকা নয়, অন্য
যেকোনো দেশের সঙ্গেই এ সংলাপ হতে পারে।
No comments:
Post a Comment