9 April: ঢাকা সিটি কর্পোরেশন
(ডিসিসি) নির্বাচনে বিএনপির চমক আছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয়
কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল ইসলাম আলমগীর
বলেন, ‘‘মহাসচিবের পদ পূরণের ব্যাপারে গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারপারসনকে
দায়িত্ব দেয়া আছে। তিনি সঠিক সময়ে
সঠিক কাজটি করবেন।’’
তিনি
বলেন, ‘‘ডিসিসি নির্বাচন দলীয় নয় তবে আমাদের ভূমিকা কি হবে তা সময় এলে
জানানো হবে। এখন কোনো কথা বলবো না, বিস্ময় অপেক্ষা করছে।’’
সোমবার
দুপুরে নয়াপল্টনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রোববারের জাতীয় নির্বাহী
কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মির্জা
ফখরুল বলেন, ‘‘গত ৮ ডিসেম্বর দলের ৫ম জাতীয় কাউন্সিলের পর গতকালের তৃতীয় জাতীয়
নির্বাহী কমিটির সভায় ৩৮৭ জন সদস্যের মধ্যে ৩৩৭ জন উপস্থিত ছিলেন। তাদের মধ্যে
থেকে ৬০ জন বক্তব্য রেখেছেন। চেয়ারপারসন সর্বক্ষণ উপস্থিত থেকে সবার বক্তব্য
শুনেছেন ও সবশেষে সমাপনি বক্তব্য দিয়েছেন। চলমান আন্দোলনে চেয়ারপারসনের বক্তব্য
থেকে আমরা দিক নির্দেশনা পেয়েছি।’’
তিনি
বলেন, চেয়ারপারসনের উপস্থিতি সবাইকে উজ্জীবিত করেছে।
মির্জা
ফখরুল বলেন, ‘‘গতকালের সভায় কতগুলো সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এরমধ্যে উল্লেখ্যযোগ্য
হলো-একদলীয় জাতীয় সংসদে বিরোধীদলের সাথে কোনো আলোচনা ছাড়াই একতরফাভাবে সরকার
পঞ্চদশ সংশোধনী পাস করে মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস মুছে ফেলায় এদেশের
সংখ্যাগরিষ্ঠ মানুষের ঈমান আকিদা ও মূল্যবোধের প্রতি আঘাত করা হয়েছে। সরকারের এহেন
পদক্ষেপকে পরম ধৃষ্টতাপূর্ণ কাজ বলে সভা মনে করে। অবিলম্বে সংবিধানে সর্বশক্তিমান
আল্লাহ ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন, গণতান্ত্রিক চেতনার পরিপন্থী
অপরিবর্তনীয় ধারাগুলি বাতিল করাসহ জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্দলীয়
নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃস্থাপন করে জাতীয় সংসদ নির্বাচনের জোর
দাবি জানানো হয়েছে।’’
No comments:
Post a Comment