প্রতিদিন২৪ ডেস্ক
চট্টগ্রাম নগরীর বড়পোল এলাকা থেকে রোববার দুপুরে আগ্নেয়াস্ত্র ও বারুদসহ সাবেক ছাত্রলীগ ক্যাডার ও শীর্ষ সন্ত্রাসী গোলাম সরওয়ার মিলনকে গ্রেফতার করেছে হালিশহর থানা পুলিশ।
একইসঙ্গে সাজ্জাদ হোসেন নামে তার সহযোগী একজন
ছিনতাইকারীকেও পুলিশ গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে পাওয়া
অস্ত্রশস্ত্রের মধ্যে একটি বিদেশি রিভলবার ও ৬ রাউন্ড গুলি, একটি দেশীয় এলজি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ, দুটি ছোরা ও একটি চাপাতি রয়েছে।
একইসঙ্গে সাজ্জাদ হোসেন নামে তার সহযোগী একজন
ছিনতাইকারীকেও পুলিশ গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে পাওয়া
অস্ত্রশস্ত্রের মধ্যে একটি বিদেশি রিভলবার ও ৬ রাউন্ড গুলি, একটি দেশীয় এলজি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ, দুটি ছোরা ও একটি চাপাতি রয়েছে।
গ্রেফতারের পর মিলন সাংবাদিকদের কাছে অকপটে তার অতীত রাজনৈতিক পরিচয় এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা জানিয়েছে। এছাড়া বর্তমানে জাতিসংঘ মিশনে কর্মরত থাকা নগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তার সঙ্গে তার সখ্যতার কথাও জানিয়েছে মিলন।
নগরীর হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, ‘মিলন ও সাজ্জাদ সিএনজি অটোরিকশাযোগে বড়পুল এলাকা দিয়ে ছিনতাই করতে যাচ্ছিল। আমরা আরেকটি সিএনজি অটোরিকশা দিয়ে তাদের গতিরোধ করি। এসময় তাদের গ্রেফতার করতে গেলে মিলন কোমড় থেকে গুলিভর্তি রিভলবার বের করে আমাদের মারতে উদ্যত হয়।’
গোলাম সরওয়ার মিলন নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও যুবলীগ ক্যাডার মামুনুর রশীদ মামুন ও সুনীল দের অন্যতম সহযোগী হিসেবে এলাকায় পরিচিত।
রোববার দুপুরে হালিশহর থানায় মিলন সাংবাদিকদের জানান, ১৯৯৫ সাল থেকে মিলন নগরীর ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ কলেজ ছাত্রলীগের নিয়ন্ত্রক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশীদ মামুনের হাত ধরে ছাত্রলীগের রাজনীতিতে যোগ দেন মিলন। তিনি ছিলেন নগরীর লালখানবাজার ঢেবারপাড় ইউনিট ছাত্রলীগের সহ-সভাপতি। ১৯৯৮ সালে মিলন এমইএস কলেজ থেকে ডিগ্রি পাশ করে। সূত্রঃ বাংলা২৪
No comments:
Post a Comment