Wednesday, April 4, 2012

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন অবরোধ, চালকের খোজ নেইঃ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ধর্মঘট চলছে



চট্টগ্রাম প্রতিনিধি

০২ এপ্রিলঃ আজ সকালে নগরির ঝাউতলা রেল স্টেশনে বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ধর্মঘট সফল করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন অবরোধ করে ছাত্রশিবির।

প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল সকাল ৭.৫৫ নগরির ঝাউতলা রেল স্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন থামলে ৫০-৬০জন ছাত্র ট্রেনের
চালককে বের করে দিয়ে ট্রেন থামিয়ে দেয়এসময় ট্রেনে থাকা কয়েকজন পুলিশ বাধা দিলে এলে অবরোধ কারিরা পুলিশকে ধাওয়া করে এবং পুলিশ পালিয়ে যায়। এতে ৩জন পুলিশ আহত হয়। আহতরা দামপাড়া পুলিশ লাইন হাঁসপাতালে চিকিৎসাধিন আছেন।
এদিকে এ ঘটনার পর থেকেই শাটল ট্রেনের চালক গোপাল চন্দ্র দাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ের জুনিয়র লোকো পরিদর্শক নজরুল ইসলাম।। ধারনা করা হচ্ছে অবরোধকারীরা ট্রেন চালককে অপহরণ করেছে। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বিশ্ববিদ্যালয়ের সাথে নগরীর ট্রেনযোগাযোগ বিচ্ছিন্ন।

এদিকে চবি শিবিরের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ আশিকউল্লাহ বলেনআমাদের কেউ এসব করেনি। আমরা ক্যাম্পাসে শান্তিপূর্ণ ছাত্র ধর্মঘট পালন করছি।

হাটহাজারী থানার ওসি শিবির কর্তৃক হামলা ও অপহরণের বিষয়টি নিশ্চিত করেছে ।   

No comments:

Post a Comment