Wednesday, April 4, 2012

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ



প্রতিদিন ২৪ ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ 
আশেপাশের বিভিন্ন কটেজেও অভিযান চালিয়েছে পুলিশ 
আটককৃতরা হলো- পদার্থ বিদ্যা বিভাগের ৪র্থ বর্ষের আহমেদ
রাজীবফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের একই বর্ষের ছাত্র আনোয়ার হোসেন ও ম্যানেজমেন্ট বিভাগের মোজাম্মেল হক এবং অ্যাকাউন্টিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র জুলফিকার আলী 
সোমবার দুপুরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় 
হাটহাজারী থানার ওসি (তদন্ত) আবুল কাসেম ক্যাম্পাসে বিশৃঙ্খলানাশকতা এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার দায়ে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো ধরনের নাশকতা এড়াতে অভিযান চলছে
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদদৌল্লাহ ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। যারা প্রতিদিনই কোনো না কোনো অঘটন ঘটিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছেএর আগে ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লাগাতার ছাত্র ধর্মঘটের সমর্থনে সোমবার ঝাউতলা স্টেশনে চালককে মারধর করে শাটল ট্রেন আটকে দেয়। আর পরিবহন দফতরের গ্যারেজে ৭টি বাসের চাকা পাংচার করে দেয় 
এছাড়াও প্রতিদিনই সব অনুষদের বিভাগের দরজায় তালা এবং তালায় সুপারগ্লু লাগিয়ে দেয়। এমনকি গত শনিবার রাতে নগরীতে তিনটি শিক্ষক বাসের স্টার্টিং সুইচেও সুপারগ্লু লাগিয়ে অচল করে দেওয়া হয় 
প্রসঙ্গতছাত্রলীগ-শিবির সংঘর্ষে দুই ছাত্র নিহত হওয়ার ঘটনায় ৩৮দিন বন্ধ থাকার পর গত ১৮ মার্চ খুলে দেওয়া হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। হত্যাকারীদের গ্রেফতারসহ চার দফা দাবিতে ওইদিন থেকেই ছাত্রশিবির ছাত্র ধর্মঘটের ডাক দেয় 
ক্যাম্পাস খোলার দুদিন আগে গত ১৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হলেও শাহ আমানত হলে ছাত্রলীগ ও শিবির কর্মীরা মুখোমুখি অবস্থান নেওয়ায় হলটি বন্ধ করে দেয় কর্তপক্ষ 

No comments:

Post a Comment