Wednesday, April 4, 2012

গণতন্ত্রী পার্টি নেতা সাইফুল আর নেই


প্রতিদিন ২৪ ডেস্ক 
ঢাকা, ১ এপ্রিল: গণতন্ত্রী পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সাইফুল ইসলাম আর নেই।


বার্ধক্যজনিত কারণে রোববার ভোরে রাজধানীর মিরপুরে নিজ বাসভবনে তার মৃত্যু হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।

সাইফুল ইসলামের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ক্ষেতমজুর সমিতির নেতাও ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, দুপুরের পর বায়তুল মোকাররম মসজিদে তার প্রথম জানাজা হবে।

সাইফুল ইসলামকে সিরাজগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলেও জানিয়েছেন তারা।

সাইফুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শোক প্রকাশ করেছে।

No comments:

Post a Comment